সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ডোনাল্ড ট্রাম্পের কর্মী ছাঁটাই কর্মসূচিতে আদালতের হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
ডোনাল্ড ট্রাম্পের কর্মী ছাঁটাই কর্মসূচিতে আদালতের হস্তক্ষেপ
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশকিছু ফেডারেল সংস্থায় নব নিযুক্ত কর্মীদের ব্যাপক হারে ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল জাজ উইলিয়াম আলসাপ এই পদক্ষেপ স্থগিতে সাময়িক আদেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক শুনানির সময় তিনি বলেছেন, অতি গুরুত্বপূর্ণ নয় এমন শিক্ষানবিশ কর্মীদের চিহ্নিত করে ছাঁটাইয়ের জন্য গত ২০ জানুয়ারি ও ১৪ ফেব্রম্নয়ারি মেইলের মাধ্যমে নির্দেশনা দিয়েছে ইউএস অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের (ওপিএম)। তবে ফেডারেল সংস্থার কোনও কর্মীকে, বিশেষত একবছরের কম অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষানবিশ কর্মীদের, ছাঁটাইয়ের আদেশ দেওয়ার এখতিয়ার নেই তাদের। তাই ওই মেইল তৎক্ষণাৎ বাতিল করার আদেশ দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করে একটি স্বাধীন পরামর্শক সংস্থা প্রতিষ্ঠা করেন। এর নাম হয় সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে)। সংস্থাটি পরিচালিত হচ্ছে টেসলা ও স্পেস এক্স মালিক ইলন মাস্কের নেতৃত্বে। মার্কিন সরকারের ওপর বাজেট চাপ কমাতে বিভিন্ন খাতে ব্যয় কমানো ও কর্মী ছাঁটাইয়ের মতো পরামর্শ দিয়ে যাচ্ছে তারা। অবশ্য ব্যাপক কর্মী ছাঁটাইয়ের কঠোর সমালোচনা করছেন ডেমোক্র্যাট, ইউনিয়ন এবং ফেডারেল কর্মীরা। তাদের দাবি, এভাবে বলা কওয়া ছাড়া কর্মী ছাঁটাই অবৈধ এবং এতে সরকারের কার্যক্রমে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আলসাপ বলেছেন, মামলাটি যৌথভাবে করেছে একাধিক ইউনিয়ন এবং অলাভজনক সংস্থা। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনও সংস্থা আসামি হিসেবে অন্তর্ভুক্ত নয়। তাই, তাদেরকে কোনও পদক্ষেপ নিতে সরাসরি আদেশ তিনি দিতে পারছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে