ইস্টার্ন ইউনিভার্সিটি 'জাপানে উচ্চ শিক্ষা : সুযোগ এবং চ্যালেঞ্জ' শীর্ষক একটি তথ্যবহুল সেমিনার করেছে। ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে ২৬ নভেম্বর এই সেমিনারের আয়োজন করা হয়। এই ইভেন্টটি ক্যারিয়ার সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে জাপানের শিক্ষা ব্যবস্থার সুবিধা ও চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিন প্রফেসর ড. আব্বাস আলী খান। সেশনের চেয়ারম্যান ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। ২৬ বছরের গবেষণা, শিক্ষকতা এবং প্রশাসনিক অভিজ্ঞতার সঙ্গে প্রফেসর রহমান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।