সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
পাঠক মত

কিশোর অপরাধ কি মহামারি রূপ নেবে?

সিফাত রাব্বানী
  ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

অপরাধের নানা শাখা বাংলাদেশে বেড়েই চলেছে। নিয়ন্ত্রণ নেই কোনো অপরাধের, তাই থেমে নেই অপরাধচক্রের কলাকৌশলও। কিশোর অপরাধ তারই মধ্যে একটি। দিন দিন বাংলাদেশে কিশোর অপরাধ বেড়েই চলছে। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে সারা দেশে বিস্তার করেছে কিশোর অপরাধ। আজ থেকে ৫-৭ বছর আগেও বাংলাদেশের চিত্র এমন ছিল না। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ থেকে সরে এসে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে কিশোররা। বেশির ভাগই ছাড় পেয়ে যাচ্ছে রাজনৈতিক শক্তিতে। অভিভাবকরাও সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে নূ্যনতম খোঁজ নিচ্ছেন না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পড়া এই শিক্ষার্থীরা ব্যবহৃত হচ্ছে নানা রাজনৈতিক কর্মসূচিতে। একজন কিশোরের অপরাধের দায় ভোগ করতে হচ্ছে পুরো পরিবারকে। আবার কিশোর অপরাধ আইন ও ধারা অনুযায়ী বড় অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে অনেকে। ছাড়া পেয়ে আবার যুক্ত হচ্ছে নতুন অপরাধে। কিশোর অপরাধের শেষ দেখবে কোথায় বাংলাদেশ? নাকি মহামারি রূপে ছড়িয়ে যাবে সারা দেশে? সংবাদমাধ্যমে যাদেরই কিশোর গ্যাং গ্রম্নপের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়, দেখা যায় তারা কেউ না কেউ মাদক চোরাচালান, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনের সঙ্গে জড়িত। ভালো পরিবার থেকে উঠে আসা কিশোররাও নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে। সন্তানের খোঁজ খবর প্রথমত পরিবারকেই নিতে হয়। কিন্তু প্রযুক্তির যুগে অনেক অভিভাবক তাল মিলিয়ে চলতে না পারায় অনেক সময় সন্তানের খোঁজ খবর নিতে পারছেন না। টিকটক আসক্তি থেকে গ্যাং তৈরি করা, অনলাইন গেম থেকে অস্ত্র চালনায় অনুপ্রাণিত হয়ে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখাচ্ছে অনেক মেধাবী সম্ভাবনাময় তরুণ। ক্রাইম পেট্রোল দেখে হত্যাকান্ড শিখছে। তাহলে কেন এই ধরনের অনলাইন গেমস, টিভি সিরিজ নির্মাণ বন্ধ করা যাচ্ছে না। বাংলা নাটক সিনেমার দৃশ্যতেও কিশোর অপরাধের ছাপ পরিলক্ষিত হয়। অন্যদিকে নিয়মিত কিশোর অপরাধ চক্র সক্রিয় হয়ে উঠছে। কেন প্রশাসন একে থামাতে পারছে না? আমি মনে করি কিশোর অপরাধ নীতিমালা আরও কঠোর করা প্রয়োজন। সাধারণ মানুষের কাছে এখন আতঙ্কের নাম কিশোর অপরাধ। শহরে, গ্রামে কিশোররা শিক্ষক, বয়স্ক কাউকেই তোয়াক্কা করে না। এলাকাভিত্তিক দ্বন্দ্বে কিশোরদের ব্যবহার করা হচ্ছে। কিশোর অপরাধ দমনে তাই পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন ও সরকারকে নতুন করে ভাবতে হবে। এখনই যদি কিশোর অপরাধ থামানো না যায়, সদ্য জন্ম নেওয়া শিশুরা ভবিষ্যতে কি শিখবে?

সিফাত রাব্বানী

শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে