মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

পাঠক মত

মো. ইব্রাহিম খলিল জসিম শিক্ষার্থী
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
পাঠক মত

জেলা-উপজেলা পর্যায়ে বরাবরই শীর্ষে থাকা একটি প্রতিষ্ঠানের নাম ঐতিহ্যবাহী ফুলগাঁও ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। প্রতিষ্ঠানটি কুমিলস্না জেলার লাকসাম উপজেলার নরপাটি ইউনিয়নের অন্তর্গত ফুলগাঁও গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি অত্র এলাকার সর্বপ্রথম ফাযিল (বিএ) মানের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে অসামান্য ফলাফল এবং নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়ে আসছে। অনেক স্বপ্ন সারথির অগ্রযাত্রার পথে অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন উচ্চপর্যায়ে সম্মানের সঙ্গে কর্মরত রয়েছে। দেশের নামকরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও বর্তমানে অধ্যয়নরত রয়েছে এই প্রতিষ্ঠানের সাবেক অনেক শিক্ষার্থী। তবে দুঃখের বিষয় হচ্ছে, প্রতিষ্ঠার ৭১ বছর পর এসেও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্নে সরকারি অনুদানের পাওয়া তিন রুমবিশিষ্ট একটি ভবন ছাড়া এখন পর্যন্ত আর কোনো ভবনের অংশীদার হতে পারেনি। যার কারণে আধুনিক এই যুগেও প্রতিষ্ঠানটিকে তার ছাত্রদের মসজিদের ফ্লোরে, কখনো খোলা আকাশের নিচে চাটাই বিছিয়ে, কখনো বা আশপাশের কোনো বাড়িতে ক্লাস নিতে হচ্ছে। যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মাদ্রাসাটির শিক্ষার্থীদের, সৃষ্টি হচ্ছে মাদ্রাসাটির প্রতি বিমুখতা। শিক্ষার্থীদের এই চরম ভোগান্তি দূর করতে এবং শিক্ষার মান বজায় রাখতে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন প্রয়োজন, প্রয়োজন পর্যাপ্ত ক্লাসরুম। এমতাবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিষ্ঠানটি সংস্কৃৃারের জন্য দ্রম্নত পদক্ষেপ গ্রহণ করবে।

মো. ইব্রাহিম খলিল জসিম

শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে