বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবীব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ১০ মে ২০২১, ০০:০০
পঞ্চম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আজ তোমাদের জন্য শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করা হলো

প্রথম অধ্যায়

\হ১. - সালে ভাষা আন্দোলন হয়েছিল।

\হউত্তর : ১৯৫২

\হ

২. ৬ দফা আন্দোলন - সালে হয়েছিল।

উত্তর : ১৯৬৬

৩. ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল -।

উত্তর : আওয়ামী লীগ

৪. - বাংলাদেশের স্বাধীনতা দিবস।

উত্তর : ২৬ মার্চ

৫. - সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।

\হউত্তর : ১৯৪৭

৬. মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের -।

উত্তর : ২৬ মার্চ

৭ . মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা -।

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮. - আহ্বানে বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

উত্তর : শেখ মুজিবুর রহমানের

৯. ১৯৭১ সালের - মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

উত্তর : ১৬ ডিসেম্বর

১০. ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের - গঠন করা হয়।

উত্তর : অস্থায়ী সরকার

১১. - মুজিবনগর সরকার গঠিত হয়।

\হউত্তর : ১০ এপ্রিল

১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন -।

\হউত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৩. মুক্তিবাহিনী গঠন করা হয়-।

\হউত্তর : ১১ জুলাই

১৪. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল -।

\হউত্তর : মুহম্মদ আতাউল গণি ওসমানী

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে