বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

একাদশ-দ্বাদশ শ্রেণির পড়াশোনা

বাংলা ১ম পত্র
শাদমান শাহিদ, প্রভাষক. আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ১৬ জুন ২০২১, ০০:০০
হিমালয়

বিভীষণের প্রতি মেঘনাদ

\হ

১৫। মেঘনাদের অস্ত্রাগারে যাওয়ার কারণ ছিল-

\হর. যুদ্ধাস্ত্র রাখতে

\হরর. বীরত্ব দেখাতে

\হররর. অস্ত্র সংগ্রহ করতে

\হনিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

১৬। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. ভারতচন্দ্র

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর : গ. ভারতচন্দ্র

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আরমান খুব সৎ ও সাহসী। তার ছোট ভাই কালাম একদিন তার জমির দলিল চেয়ে বসে। আরমান জানতে চাইলেন- কেন। কালাম কোনো কারণ দেখাতে না পেরে আরমানের ওপর ক্ষুব্ধ হলো। একদিন আরমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কালাম।

১৭। উদ্দীপকের কালাম 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে?

ক. রাবণ খ. লক্ষ্ণণ

গ. মেঘনাদ ঘ. বিভীষণ

সঠিক উত্তর : খ. লক্ষ্ণণ

১৮। উক্ত সম্প্রদায়ের মধ্যে সাদৃশ্যের বিষয় যথাক্রমে রয়েছে-

\হর. কাপুরুষতা

\হরর. শঠতা

\হররর. মানবিকতা

\হনিচের কোনটি সঠিক?

\হক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

১৯। রেনেসাঁস বা নবজাগরণের সারকথা কী?

ক. মহানুভবতা

খ. দেশপ্রেম

গ. জাতিসত্তা

ঘ. মানবকেন্দ্রিকতা

সঠিক উত্তর : ঘ. মানবকেন্দ্রিকতা

২০। 'কী দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে?' এখানে দুর্বল মানুষ দ্বারা কাকে বোঝানো হয়েছে?

ক. রামকে

খ. বিভীষণকে

গ. লক্ষ্ণণকে

ঘ. রাবণকে

সঠিক উত্তর : গ. লক্ষ্ণণকে

২১। মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ কোনটি?

\হক. শর্মিষ্ঠা

\হখ. একেই কি বলে সভ্যতা?

\হ

গ. পদ্মাবতী

ঘ. তিলোত্তমাসম্ভব

সঠিক উত্তর : ঘ. তিলোত্তমাসম্ভব

২২। নিকষা কার মা ছিলেন?

ক. রাবণের

খ. লক্ষ্ণণের

গ. মেঘনাদের

ঘ. বীরবাহুর

সঠিক উত্তর : ক. রাবণের

২৩। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশের প্র্রতিটি পঙ্‌ক্তি কত পর্বে বিভক্ত?

\হক. ৪ খ. ৩

\হগ. ২ ঘ. ১

সঠিক উত্তর : গ. ২

২৪। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের সঠিক জন্ম ও মৃতু্য সাল?

\হক. ১৮২২-১৮৭১

\হখ. ১৮২৩-১৮৭২

গ. ১৮২৩-১৮৭৩

ঘ. ১৮২৪-১৮৭৩

সঠিক উত্তর: ঘ. ১৮২৪-১৮৭৩

২৫। লক্ষ্ণণ ছিল-

\হর. রামের অনুজ

\হরর. কৈকেয়ীর গর্ভজাত সন্তান

\হররর. সুমিত্রার গর্ভজাত সন্তান

\হনিচের কোনটি সঠিক?

\হ

ক. র ও রর

খ. র ও ররর

\হগ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের চূড়ায় ওঠেন। তার সাহস আর ইচ্ছাশক্তির কাছে সব বাধা ও প্রতিকূলতা নিঃশেষ হয়ে যায়।

২৬। উদ্দীপকে বর্ণিত মুসা ইব্রাহীম 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রকে উপস্থাপন করেছে?

ক. রাবণ খ. মেঘনাদ

গ. বীরবাহু ঘ. রাম

সঠিক উত্তর : খ. মেঘনাদ

২৭। যে কারণে মেঘনাদের সঙ্গে মুসা ইব্রাহীমের তুলনা করা যেতে পারে-

\হর. সাহসের দিক থেকে

\হরর. বিজয়ের দিক থেকে

\হররর. সংগ্রামহীনতার দিক থেকে

\হনিচের কোনটি সঠিক?

\হক. র ও রর খ. র ও ররর

\হগ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে