বিদ্রোহী
১০। আমার পথ প্রবন্ধের লেখকের মতে, কারা বেশি বিনয়ী?
ক. ছেলেরা খ. মেয়েরা
গ. ধর্মপরায়ণরা ঘ. সত্যাশ্রয়ীরা
সঠিক উত্তর : খ. মেয়েরা
১১। গান্ধীজি ছিলেন ্ত
\হর. অহিংস আন্দোলনের অবিসংবাদিত নেতা
\হরর. ভারতের জাতির পিতা
\হররর. ধর্মগুরু
\হনিচের কোনটি সঠিক?
\হক. র ও রর খ. র ও ররর
\হগ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
১২। 'আমার পথ' অভিভাষণটি লেখক কখন দিয়েছিলেন?
\হক. ধূমকেতুর উদ্বোধনী দিনে খ. লেখকের জন্মদিনে
\হগ. ভারতের স্বাধীনতা দিবসে ঘ. তারিখ অনির্দিষ্ট
সঠিক উত্তর : ক. ধূমকেতুর উদ্বোধনী দিনে
১৩। কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি?
ক. যুগবাণী খ. মৃতু্য-ক্ষুধা
গ. শিউলিমালা ঘ. বাঁধনহারা
সঠিক উত্তর : গ. শিউলিমালা
১৪। 'তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না'্তচরণটি দ্বারা কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন-
\হর. সত্যের পথ
\হরর. অধিকারের পথ
\হররর. অমিথ্যার আশ্রয়
\হনিচের কোনটি সঠিক?
\হক. র ও রর খ. র ও ররর
\হগ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রমিজউদ্দিনের বেশ সুখ্যাতি রয়েছে তার গ্রামে। তিনি ভদ্র ও বিনয়ী।
সমাজে নানা কাজে তার নিঃস্বার্থ উপস্থিতি লক্ষ্য করা যায়।
পক্ষান্তরে তার আপন চাচা জমির মিয়া সমাজে ভদ্রবেশে ঘুরে বেড়ানো এক মিথ্যাবাদী প্রতারক।
১৫। উদ্দীপকের রমিজউদ্দিনের সঙ্গে সাদৃশ্য রয়েছে তোমার পঠিত বইয়ের কোন লেখকের?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম ঘ. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর : গ. কাজী নজরুল ইসলাম
১৬। এরূপ সাদৃশ্যের কারণ-
\হর. দুজনেই সত্যের সন্ধানী
\হরর. দুজনেই মুক্তিকামী
\হররর. দুজনেই স্বাধীনচেতা
\হনিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
১৭। কাজী নজরুল ইসলাম তার লেখায় সাধারণ মানুষকে কাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে বলেছেন?
\হক. ডাচদের খ. ফরাসিদের
\হগ. পাকিস্তানিদের ঘ. ইংরেজদের
সঠিক উত্তর : ঘ. ইংরেজদের