বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০
ঢাবিতে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)-২০২৩ এর ঢাকা বিভাগের প্রথম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কর্তৃক এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৬ এপ্রিল বিগের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ডিইউইডিসি) সহযোগিতায় আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাফিউদ্দিন আহমেদ। এই ক্যাম্পেইনে বিগ-২০২৩ এর ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বিগ-২০২৩ এর মুখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী। অনুষ্ঠানে বিগ-২০২৩ এর সহযোগী সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ-২০২৩ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, আইটি সেবা ও সাপোর্ট বিষয়ক পরামর্শক মো. মমিনুল ইসলামসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা

উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে