শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় (প্রথম অংশ)

? অজ্ঞতা জনসংখ্যা বৃদ্ধি দরিদ্রতা

৬০. '?' চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?

ক) মূল্যবোধের অবক্ষয় খ) নিরক্ষরতা

গ) সম্পদের অসম বণ্টন ঘ) সাংস্কৃতিক দ্বন্দ্ব

উত্তর :খ) নিরক্ষরতা

৬১. পরিকল্পিত উন্নয়নের প্রধান প্রতিবন্ধক কোনটি?

ক) সামাজিক কুসংস্কার খ) প্রাকৃতিক দুর্যোগ

গ) সাংস্কৃতিক দ্বন্দ্ব ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

উত্তর :ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

৬২. সামাজিক সম্পর্কের জাল কোনটি?

ক) সমাজ খ) পরিবার

গ) সমষ্টি ঘ) গোত্র

উত্তর :ক) সমাজ

৬৩. কোন দেশের জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার?

ক) নির্দিষ্ট জনসংখ্যা খ) কম জনসংখ্যা

গ) কাম্য জনসংখ্যা ঘ) অধিক জনসংখ্যা

উত্তর :গ) কাম্য জনসংখ্যা

৬৪. বাংলাদেশের সমাজ কাঠামো কিরূপ?

ক) কৃষিভিত্তিক খ) আদর্শভিত্তিক

গ) অর্থভিত্তিক ঘ) বাণিজ্যনির্ভর

উত্তর :ক) কৃষিভিত্তিক

৬৫. নির্ভরশীল জনসংখ্যাকে কীসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?

ক) কর্মদক্ষতার ভিত্তিতে খ) বয়সের ভিত্তিতে

গ) শারীরিক শক্তির ভিত্তিতে ঘ) আর্থিক সচ্ছলতার ভিত্তিতে

উত্তর :খ) বয়সের ভিত্তিতে

৬৬. জনসংখ্যা বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব কী?

ক) নদীর ক্ষয় খ) বেকারত্ব

গ) দেশের ভাবমূর্তি নষ্ট ঘ) পরিবেশ দূষণ

উত্তর :ঘ) পরিবেশ দূষণ

৬৭. নির্ভরশীল জনগণের মধ্যে পড়ে-

র. ০ থেকে ১৪ বছর বয়সি জনগণ

রর. ১৪ থেকে ৬০ বছর বয়সি জনগণ

ররর. ৬০+ বছর বয়সি জনগণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও ররর খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও ররর

৬৮. জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের সমাজকর্মীর ভূমিকা কেমন হতে পারে?

ক) নীতি নির্ধারক খ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

গ) সমন্বয়ক ঘ) অনুঘটক

উত্তর :খ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

৬৯. একজন বেকারের মধ্যে কয়টি আবশ্যিক বিষয় থাকে?

ক) তিনটি খ) চারটি

গ) পাঁচটি ঘ) দু'টি

উত্তর : ক) তিনটি

৭০. নিচের কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের মানদন্ড?

ক) প্রতিবন্ধিতা খ) কুসংস্কার

গ) বেকারত্ব ঘ) যৌতুক

\হউত্তর :গ) বেকারত্ব

৭১. আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?

ক) শিল্পের দ্রম্নত বিকাশ

খ) ভৌগোলিক নিরাপত্তা সুদৃঢ় করা

গ) রাজনৈতিক প্রভাব বাড়ানো

ঘ) কৃষিতে ভর্তুকি কমানো

উত্তর :ক) শিল্পের দ্রম্নত বিকাশ

নিচের উদ্দীপকটি পড়ে ৭২-৭৪নং প্রশ্নের উত্তর দাও।

'ক' দেশে উচ্চ জন্মহার বিদ্যমান থাকায় জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যায় রূপ নিয়েছে। কিন্তু সে দেশের সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে।

৭২. 'ক' দেশে জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের জন্য কোন পদক্ষেপ উপযোগী?

ক) পুষ্টিকর খাদ্য খ) উন্নত চিকিৎসা

গ) সচেতনতামূলক কর্মসূচি ঘ) উন্নত প্রশিক্ষণ

উত্তর :ঘ) উন্নত প্রশিক্ষণ

৭৩. জনসংখ্যা বৃদ্ধি রোধে বিবেচ্য কর্মসূচিসমূহ হচ্ছে-

র. পরিবার পরিকল্পনা রর. দ্রব্য উৎপাদন বৃদ্ধি ররর. সচেতনতা সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

৭৪. 'ক' দেশে উচ্চ জন্মহারের জন্য কোনটিকে প্রকৃত কারণ বলা যায়?

ক) আবহাওয়া ও জলবায়ু খ) বাসস্থানের স্বল্পতা

গ) কর্মসংস্থান স্বল্পতা ঘ) ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ

উত্তর :ক) আবহাওয়া ও জলবায়ু

৭৫. বেকারত্ব দূরীকরণের জন্য প্রয়োজন-

র. পুষ্টিকর খাবার সরবরাহ রর. কারিগরি শিক্ষার প্রসার

ররর. জনসংখ্যা নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) রর ও ররর

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

৭৬. কোনটির কারণে কৃষিতে প্রচ্ছন্ন বেকারত্বের হার বৃদ্ধি পায়?

ক) অনুকূল জনপ্রিয় খ) আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ

গ) রাজনৈতিক বিশৃঙ্খলা ঘ) অনুন্নত যোগাযোগ ব্যবস্থা

উত্তর:খ) আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ

৭৭. সামাজিক সমস্যা বৃদ্ধির পাশাপাশি কোনটি বৃদ্ধি পাচ্ছে?

ক) প্রাকৃতিক দুর্যোগ খ) মূল্যবোধের অবক্ষয়

গ) পারিবারিক ভাঙন ঘ) ভূ-রাজনৈতিক হস্তক্ষেপ

উত্তর:খ) মূল্যবোধের অবক্ষয়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে