শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

৭৮. বেকারত্ব বলতে বোঝায়-

ক) কর্ম না থাকা

খ) ভালো চাকরি না পাওয়া

গ) ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া

ঘ) কাজের ইচ্ছা না থাকা

উত্তর:গ) ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া

৭৯. বাংলাদেশের বেকারত্ব দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে কেন?

ক) দরিদ্রতার কারণে খ) শিল্পায়নের কারণে

গ) নগরায়ণের কারণে

ঘ) কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে

উত্তর:ঘ) কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে

৮০. নির্ভরশীল নাগরিকদের জন্য বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই?

ক) রাজনৈতিক অধিকার খ) সামাজিক সামাজিক

গ) অর্থনৈতিক নিরাপত্তা ঘ) পারিবারিক নিরাপত্তা

উত্তর:খ) সামাজিক সামাজিক

৮১. কোন সংস্থা পুষ্টিহীনতার কার্যকর সংজ্ঞা দিয়েছেন?

ক) ওঋঘঝ খ) ওঝঘঋ

গ) ঝঘঋও ঘ) ঘরঢ়ড়ৎঃ

উত্তর:ক) ওঋঘঝ

৮২. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?

ক) ১৬৫৬ ডলার খ) ২০২২ ডলার

গ) ২০৫০ ডলার ঘ) ২৮২৪ ডলার

উত্তর:ঘ) ২৮২৪ ডলার

৮৩. অপুষ্টি বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?

ক) খাদ্যের পুষ্টিমান সম্পর্কে অজ্ঞতা

খ) খাবারের জোগান কম থাকা

গ) খাবারের দাম না জানা

ঘ) খাওয়ার রুচি না থাকা

উত্তর:ক) খাদ্যের পুষ্টিমান সম্পর্কে অজ্ঞতা

৮৪. 'খাদ্যের পুষ্টিমান কীসের উপর নির্ভর করে?

ক) সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া খ) খাদ্যের দাম

গ) সামাজিক অবস্থান ঘ) খাবারের রুচি

উত্তর:ক) সুষ্ঠু রন্ধন প্রক্রিয়া

৮৫. একটি শিশুর জন্মের সময় তার ওজন কমপক্ষে কত থাকা উচিত?

ক) ২৫০০ গ্রাম খ) ২৬০০ গ্রাম

গ) ২৭০০ গ্রাম ঘ) ২৮০০ গ্রাম

উত্তর:ক) ২৫০০ গ্রাম

৮৬. বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌতুক প্রথা কোন প্রতিনিয়ত ঘটতে দেখা যায়-

র) অজ্ঞতার কারণে

রর) প্রচলিত মূল্যবোধের কারণে

ররর) ধর্মীয় বাধ্যবাধকতার কারণে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

৮৭. পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি?

ক) দামি খাবারের অভাব খ) দারিদ্র্য

গ) বেকারত্ব ঘ) সামাজিক নিরাপত্তার অভাব

উত্তর:খ) দারিদ্র্য

৮৮. খাদ্যের অভাবে প্রত্যক্ষভাবে সৃষ্ট সমস্যা কোনটি?

ক) স্বল্প আয় খ) কর্মক্ষমতা হ্রাস

গ) অপরাধ প্রবণতা বৃদ্ধি ঘ) পুষ্টিহীনতা

উত্তর:ঘ) পুষ্টিহীনতা

৮৯. কত সালে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়?

ক) ১৯৭৫ সালে খ) ১৯৭৮ সালে

গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮৫ সালে

উত্তর:গ) ১৯৮০ সালে

৯০. প্রাচীনকালে যৌতুক প্রথা কোন সমাজের প্রথা হিসেবে বিবেচিত হতো?

ক) মুসলিম খ) হিন্দু

গ) বৌদ্ধ ঘ) খ্রিষ্টান

উত্তর:খ) হিন্দু

৯১. যৌতুকের অন্যতম কারণ কোনটি?

ক) নারীদের আর্থিক নিরাপত্তার অভাব খ) নারী শিক্ষার অভাব

গ) প্রতিবেশী দেশের প্রভাব ঘ) প্রাকৃতিক দুর্যোগ

উত্তর: ক) নারীদের আর্থিক নিরাপত্তার অভাব

৯২. যৌতুকের কারণে নির্যাতিত নারীদের তথ্য প্রকাশিত হয় না কেন?

ক) আর্থিক ক্ষতির আশঙ্কায়

খ) ধর্মীয় বিধি-নিষেধের কারণে

গ) সামাজিক ও পারিবারিক মর্যাদা নষ্ট হওয়ার ভয়ে

ঘ) সাংস্কৃতিক ব্যবধানের ফলে

উত্তর:গ) সামাজিক ও পারিবারিক মর্যাদা নষ্ট হওয়ার ভয়ে

৯৩. যৌতুক প্রথার ফলাফল হচ্ছে-

র) দাম্পত্য কলহ

রর) নারীর নিরাপত্তাহীনতা

ররর) অর্থনৈতিক উন্নতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৯৪ ও ৯৫নং প্রশ্নের উত্তর দাও।

বাল্যবিবাহের শিকার রিমাকে গর্ভাবস্থায় তার শশুর-শাশুড়ি ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়া থেকে বিরত রেখেছিলেন। এ জন্য প্রয়োজনীয় পুষ্টির অভাবে রিমার বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে।

৯৪. উদ্দীপকে রিমার বাচ্চার কম ওজনের অন্যতম কারণ কী?

ক) বাল্যবিবাহ খ) পুষ্টিহীনতা

গ) নিরক্ষরতা ঘ) দরিদ্রতা

উত্তর:খ) পুষ্টিহীনতা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে