শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১২ অক্টোবর ২০২৩, ০০:০০

চতুর্দশ অধ্যায়

১৯। বঙ্গবন্ধুর সরকার প্রথমদিকে মার্কিন সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানানোর যৌক্তিক কারণ কোনটি?

(ক) বাংলাদেশকে হেয় করা

(খ) মুক্তিযুদ্ধের বিরোধিতা

(গ) বাংলাদেশকে সমর্থন না দেওয়া

(ঘ) বঙ্গবন্ধুর বিরোধিতা

উত্তর :(খ) মুক্তিযুদ্ধের বিরোধিতা

২০। ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী দল হিসেবে কোনটির নাম সমর্থনযোগ্য?

(ক) আওয়ামী লীগ (খ) ন্যাপ

(গ) জামায়াতে ইসলামী (ঘ) জাসদ

উত্তর :(ক) আওয়ামী লীগ

২১। 'আমরা বাংলাদেশকে সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই'-এ কথাটি কে বলেছেন?

(ক) তাজউদ্দীন আহমদ

(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(গ) শেখ হাসিনা

(ঘ) জিয়াউর রহমান

উত্তর :(খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২। বাংলাদেশের জনগণ বিদ্রোহ করে-

(র) সাম্রাজ্যবাদ (রর) উপনিবেশবাদ (ররর) বর্ণবাদ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর :(ঘ) র, রর ও ররর

২৩। বঙ্গবন্ধু কীসের উন্নয়নে বিশেষ মনোযোগ দেন?

(ক) কৃষির (খ) শিল্পের

(গ) শিক্ষার (ঘ) স্বাস্থ্যের

উত্তর :(ক) কৃষির

২৪। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কত হাজার অফিস ভবন জ্বালিয়ে দেয়?

(ক) ১ হাজার (খ) ২ হাজার

(গ) ৩ হাজার (ঘ) ৪ হাজার

সঠিক উত্তর :(গ) ৩ হাজার

২৫। দেশে ফেরার পূর্বে বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে যাওয়া হয়?

(ক) লন্ডনে (খ) ফ্রান্সে

(গ) জাপানে (ঘ) ভারতে

সঠিক উত্তর :(ক) লন্ডনে

২৬। বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কখন?

(ক) ৩ জানুয়ারি ১৯৭২ (খ) ৫ জানুয়ারি ১৯৭২

(গ) ৭ জানুয়ারি ১৯৭২ (ঘ) ১০ জানুয়ারি ১৯৭২

\হসঠিক উত্তর : (ঘ) ১০ জানুয়ারি ১৯৭২

২৭। গণপরিষদের একমাত্র কাজ ছিল কোনটি?

(ক) নির্বাচন পরিচালনা (খ) সংবিধান প্রণয়ন

(গ) সরকার গঠন (ঘ) পাঁচশালা পরিকল্পনা প্রণয়ন

সঠিক উত্তর : (খ) সংবিধান প্রণয়ন

২৮। স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন হয় কত তারিখে?

(ক) ৫ মার্চ ১৯৭২ (খ) ১ জুন ১৯৭৩

(গ) ১ জুলাই ১৯৭৩ (ঘ) ৭ আগস্ট ১৯৭৪

সঠিক উত্তর : (গ) ১ জুলাই ১৯৭৩

২৯। স্বাধীনতার পর জাতীয় আয়ের কত অংশ কৃষিজাত থেকে আসত?

(ক) অর্ধেকের কম (খ) অর্ধেক

(গ) অর্ধেকের বেশি (ঘ) সম্পূর্ণ

সঠিক উত্তর : (গ) অর্ধেকের বেশি

৩০। বাংলাদেশের সংবিধান কোন ধরনের?

(ক) লিখিত (খ) অলিখিত

(গ) সুপরিবর্তনীয় (ঘ) অপরিবর্তনীয়

সঠিক উত্তর :(ক) লিখিত

৩১। আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কেন?

(ক) জাতীয় চার নেতাকে হত্যা করার জন্য

(খ) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য

(গ) বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য

(ঘ) মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য

সঠিক উত্তর :(খ) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য

৩২। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?

(ক) শাহ আব্দুল হামিদ

(খ) শওকত আলী

(গ) হুমায়ুন রশিদ চৌধুরী

(ঘ) মোহম্মদ উলস্নাহ

সঠিক উত্তর : (ক) শাহ আব্দুল হামিদ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাবাজার থেকে সমাপ্তি ছোট একটি পুস্তিকা ক্রয় করে উক্ত পুস্তিকার মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আইন, মূলনীতি, মৌলিক অধিকার ও প্রশাসনিক গঠন কাঠামো ইত্যাদি উলেস্নখ আছে।

৩৩। সমাপ্তির ক্রয় করা পুস্তকটি বাংলাদেশের কোন পুস্তক?

(ক) প্রাচীন গ্রন্থ (খ) আইনের বই

(গ) সংবিধান (ঘ) কারেন্ট ওয়ার্ল্ড

সঠিক উত্তর :(গ) সংবিধান

৩৪। উক্ত পুস্তিকায় মূলনীতি-

(র) গণতন্ত্র (রর) সমাজতন্ত্র (ররর) ধর্মনিরপেক্ষতা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর :(ঘ) র, রর ও ররর

৩৫। বঙ্গবন্ধুর দুই কন্যা প্রাণে বেঁচে যাওয়ার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

(ক) ঘুমিয়ে থাকায় (খ) বিদেশে থাকায়

(গ) পালিয়ে থাকায় (ঘ) বান্ধবীর বাসায় থাকায়

সঠিক উত্তর : (খ) বিদেশে থাকায়

৩৬। ১৯৭২ খ্রিষ্টাব্দের সংবিধানে কোন পরিষদকে জাতীয় সংসদ বলে অভিহিত করা হয়েছে?

(ক) আইন পরিষদ (খ) নির্বাহী পরিষদ

(গ) শিল্প পরিষদ (ঘ) কৃষি পরিষদ

সঠিক উত্তর : (ক) আইন পরিষদ

৩৭। সংবিধান কমিটির সদস্য ছিল কয়জন?

(ক) ৩২ জন (খ) ৩৩ জন

(গ) ৩৪ জন (ঘ) ৩৫ জন

সঠিক উত্তর :(গ) ৩৪ জন

৩৮। সংবিধান কমিটির আহ্বায়ক কে ছিলেন?

(ক) ড. কামাল হোসেন (খ) শওকত আলী

(গ) তাজউদ্দীন আহমেদ (ঘ) কমরেড মণি সিং

\হসঠিক উত্তর : (ক) ড. কামাল হোসেন

৩৯। বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয় কখন?

(ক) ১৭ সেপ্টেম্বর ১৯৭২

(খ) ১৬ মার্চ ১৯৭৩

(গ) ২০ মার্চ ১৯৭৩

(ঘ) ২৭ মার্চ ১৯৭৩

সঠিক উত্তর : (খ) ১৬ মার্চ ১৯৭৩

নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :

আব্দুলস্নাহ সরকার নিজের জীবনকে তুচ্ছ করে দেশের মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। তাকে বারবার ধনসম্পদের ও ক্ষমতার লোভ দেখানো সত্ত্বেও দেশের মানুষের কল্যাণের জন্য লড়াই করে গেছেন। তিনি ভাষণে বলেছিলেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের মুক্তি চাই।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে