রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

১৩১. কোন শতাব্দীতে বিশ্বব্যাপী ব্যাপক শিল্পায়ন শুরু হয়?

ক) ষোড়শ

খ) সপ্তদশ

গ) অষ্টাদশ

ঘ) উনবিংশ

উত্তর: গ) অষ্টাদশ

১৩২. জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক কী?

ক) বিশ্বব্যাপী সামাজিক বিপর্যয়

খ) বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি

গ) বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি

ঘ) বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা

উত্তর: খ) বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি

১৩৩. জলবায়ুসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?

ক) টঘঋচঅ

খ) ডঞঙ

গ) ডঐঙ

ঘ) ওচঈঈ

উত্তর: ঘ) ওচঈঈ

১৩৪. জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন ধরনের রোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে?

ক) পরজীবীবাহিত

খ) সংক্রামক

গ) ব্যাকটেরিয়াজনিত

ঘ) পানিবাহিত

উত্তর: ক) পরজীবীবাহিত

১৩৫. বৈশ্বিক উষ্ণায়ন পাল্টে দিয়েছে-

র. ভৌগোলিক অবস্থান

রর. আবহাওয়ার ধরন

ররর. ঋতুবৈচিত্র্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) রর ও ররর

১৩৬. বায়ুমন্ডলের তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে-

র. পারমাণবিক কেন্দ্রের আলোচনার মাধ্যমে

রর. পারমাণবিক বিস্ফোরণের ফলে

ররর. পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১৩৭. জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সমাজকর্মী কয় ধরনের ভূমিকা পালন করে থাকেন?

ক) তিন ধরনের খ) চার ধরনের

গ) পাঁচ ধরনের ঘ) ছয় ধরনের

উত্তর: ক) তিন ধরনের

১৩৮. সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে কোথায়?

ক) উগান্ডায় খ) কানাডায়

গ) যুক্তরাষ্ট্রে ঘ) আফ্রিকায়

উত্তর: গ) যুক্তরাষ্ট্রে

১৩৯. কত সালে প্রথম এইডস রোগ ধরা পড়ে?

ক) ১৯৮১ সালে খ) ১৯৮৫ সালে

গ) ১৯৮৮ সালে ঘ) ১৯৯০ সালে

উত্তর: ক) ১৯৮১ সালে

১৪০. এইডস বিশ্বের অন্যতম বাহন কোনটি?

ক) বায়ু খ) রক্ত

গ) পানি ঘ) ভাইরাস

উত্তর: খ) রক্ত

১৪১. এইডসকে কী হিসেবে চিহ্নিত করা হয়?

ক) সামাজিক দুর্যোগ খ) রাষ্ট্রীয় হুমকি

গ) মহামারি ঘ) সংক্রামক রোগ

উত্তর: ঘ) সংক্রামক রোগ

১৪২. এইডস আক্রান্ত রোগীর-

র. কর্মক্ষমতা কমে যায়

রর. অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়

ররর সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

১৪৩. সংক্রামক রোগ কোনটি?

ক) ডায়রিয়া খ) এইডস

গ) টাইফয়েড ঘ) ক্যানসার

উত্তর: খ) এইডস

১৪৪. ঐওঠ-এর পূর্ণরূপ কী?

ক) ঐঁসধহ ওসসঁহড়ফবভরপরবহপু ঠরৎঁং

খ) ঐঁসধহ ওসসঁহবফবভরপরবহপু ঠরৎঁং

গ) ঐঁসধহ ওসসঁহফবভরপরবহপু ঠরৎঁং

ঘ) ঐঁসধহ ওসসঁহব ফবভরপরবহপু ঠরৎঁং

উত্তর: ক) ঐঁসধহ ওসসঁহড়ফবভরপরবহপু ঠরৎঁং

৪৫. 'বিশ্ব এইডস দিবস' পালিত হয় কোন তারিখে?

ক) ৫ জুন খ) ৭ এপ্রিল

গ) ১ ডিসেম্বর ঘ) ১০ ডিসেম্বর

উত্তর: গ) ১ ডিসেম্বর

১৪৬. 'জবধফরহম :ড় ঝড়পরধষ চৎড়নষবস' গ্রন্থটির লেখক কে?

ক) উলফ খ) সি এম কেস

গ)র্ যাগনার নার্কস ঘ) গিলিন এবং গিলিন

উত্তর: ক) উলফ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪৭ ও ১৪৮নং প্রশ্নের উত্তর দাও।

'ক' দেশ প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। দুর্যোগের কবলে পড়ে হাজার হাজার মানুষ নিঃস্ব অসহায় অবস্থায় দিন যাপন করছে। এরকম অবস্থার জন্য মানুষের দায় আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

১৪৭. 'ক' দেশের এমন পরিস্থিতি সৃষ্টির কারণ কী?

ক) অতিরিক্ত জনসংখ্যা খ) সামাজিক সচেতনতার অভাব

গ) নিরক্ষরতা ঘ) জলবায়ু পরিবর্তন

উত্তর: ঘ) জলবায়ু পরিবর্তন

১৪৮. 'ক' দেশকে বিপন্ন করার ক্ষেত্রে দায়ী-

র. এ দেশের ভৌগোলিক অবস্থান

রর. প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি

ররর. প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে