রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
শাহ আমানত সেতু

বাংলাদেশকে জলবসন্ত মুক্ত ঘোষণা করা হয়-

১৯৭৭ সালের ডিসেম্বর মাসে।

দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কখন গ্রহণ করা হয়-

১৯৯৫ সালে।

মা ও শিশু স্বাস্থ্যপক্ষ পালন শুরু হয়-

১৯৯৪ সালে।

বাংলাদেশ '২০০০ সালের মধ্যে সবার জন্যস্বাস্থ্য কর্মসূচি

গ্রহণ করে-

১৯৮১ সালে।

রংধনু প্রতীক-

স্বাস্থ্য সেবার।

রংধনু চিহ্নিত স্বাস্থ্য কেন্দ্র ও লোগো উদ্বোধন করা হয় -

২০ অক্টোবর, ২০০৮।

সবুজ ছাতা-

স্বাস্থ্য পরিচর্যা সেবার।

সবুজ ছাতা প্রতীকের ব্যবহার শুরু হয়-

১৯৯৮ সালে।

ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম-

পরিবার কল্যাণ কেন্দ্র।

খাবার স্যালাইন আবিষ্কার করে-

ওঈউউজই

দেশের মানসিক ব্যাধি হাসপাতাল অবস্থিত-

পাবনায় হেমায়েতপুর।

দেশের কৃত্রিম পা সংযোজন কেন্দ্র-

কক্সবাজার চালু হয় ১৯৯৩ সালের জুলাই মাসে।

'স্পিরুলিনা' নামক আলোড়ন সৃষ্টিকারী শৈবাল জাতীয়

খাদ্য আবিষ্কার করে-

সায়েন্স ল্যাবরেটরি।

ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃব ড়ভ চড়ঢ়ঁষধঃরড়হ জবংবধৎপয ধহফ ঞৎধরহরহম (ঘওচঙজঞ) প্রতিষ্ঠানটি অবস্থিত-

ঢাকার আজিমপুরে।

ডঐঙ দক্ষিণ-পূর্ব এশিয়ার 'ঐবধষঃযু ঈরঃু ' ঘোষণা করে-

চট্টগ্রাম মহানগরীকে।

ঢাকার বাইরে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়-

২৯ মে ১৯৯১, ময়মনসিংহে।

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা-

১৮টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে