রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

১৪৯. যৌতুক প্রথা দূরীকরণের সমাজকর্মীর ভূমিকা হলো-

র. যৌতুক থেকে নিজেকে দূরে রাখা

রর. প্রচার অভিযান করা

ররর. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আইনগত সহায়তা দান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

১৫০. ঐওঠ ভাইরাস ছড়ায়-

র. লালার মাধ্যমে রর. রক্তের মাধ্যমে ররর. মায়ের দুধের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: গ) রর ও ররর

১৫১. ছদ্মবেশী বেকার হলো-

ক) গোপনে কাজ করা

খ) নিম্নআয়ের কাজ করা

গ) কাজের অনুসন্ধান না করা

ঘ) অতিরিক্ত শ্রমিক হিসেবে কাজ করা

উত্তর: ঘ) অতিরিক্ত শ্রমিক হিসেবে কাজ করা

১৫২. সুষম খাদ্য হলো-

ক) সকল প্রকার খাদ্য উপাদানের সুষম পরিমাপ

খ) সকল প্রকার খাদ্য উপাদানের অধিক পরিমাণ

গ) সকল প্রকার খাদ্য উপাদানের ঘাটতি

ঘ) সকল প্রকার খাদ্য উপাদানের সাধারণ পরিমাণ

উত্তর: ক) সকল প্রকার খাদ্য উপাদানের সুষম পরিমাপ

১৫৩. বাংলাদেশের সর্বশেষ বাল্যবিবাহ নিরোধ আইন কবে প্রণীত হয়?

ক) ১৯৮৯ সালে খ) ২০১১ সালে

গ) ২০১৩ সালে ঘ) ২০১৭ সালে

উত্তর: ঘ) ২০১৭ সালে

১৫৪. চঊগ কী?

ক) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

খ) চৎড়ঢ়বৎ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

গ) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষধফলঁংঃসবহঃ

ঘ) চবৎভবপঃ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

উত্তর: ক) চৎড়ঃবরহ ঊহবৎমু গধষহঁঃৎরঃরড়হ

১৫৫. আদর্শ প্রোটিন কোনটি?

ক) মায়ের দুধ ও ডিম খ) মধু

গ) কলা ঘ) মাছ

উত্তর: ক) মায়ের দুধ ও ডিম

১৫৬. বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কত তারিখে?

ক) ২ মার্চ খ) ৩১ মে

গ) ৫ জুন ঘ) ২ এপ্রিল

উত্তর: খ) ৩১ মে

১৫৭. 'গোল্ডেন ট্রায়াঙ্গল' কোন অঞ্চল নিয়ে গঠিত?

ক) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

খ) ইরান, পাকিস্তান ও আফগানিস্তান

গ) ভারত, নেপাল ও বাংলাদেশ

ঘ) চীন, জাপান ও তাইওয়ান

উত্তর: খ) ইরান, পাকিস্তান ও আফগানিস্তান

১৫৮. কোন আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার স্বীকৃত নয়?

ক) মুসলিম আইনে খ) হিন্দু আইনে

গ) ফৌজদারি আইনে ঘ) সাধারণ আইনে

উত্তর: খ) হিন্দু আইনে

১৫৯. কোন ধর্মে যৌতুক প্রদান করা বিবাহ প্রথার একটি অংশ?

ক) ইসলাম ধর্মে খ) খ্রিষ্টধর্মে

গ) বৌদ্ধধর্মে ঘ) হিন্দু ধর্মে

উত্তর: ঘ) হিন্দু ধর্মে

১৬০. বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত?

ক) ১৬ বছর খ) ১৭ বছর

গ) ১৮ বছর ঘ) ২০ বছর

উত্তর: ঘ) ২০ বছর

১৬১. কোন ধরনের বিবাহ একটি দন্ডনীয় অপরাধ?

ক) পালিয়ে বিবাহ খ) প্রেমের বিবাহ

গ) বাল্যবিবাহ ঘ) বিধবা বিবাহ

উত্তর: গ) বাল্যবিবাহ

১৬২. বাংলাদেশ বাল্যবিবাহের অন্যতম কারণ কোনটি?

ক) অশিক্ষা খ) কুশিক্ষা

গ) কুসংস্কার ঘ) দারিদ্র্য

উত্তর: ঘ) দারিদ্র্য

১৬৩. বাল্যবিবাহ প্রতিরোধে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?

ক) রাজনীতিবিদ খ) শিক্ষক

গ) সমাজকর্মী ঘ) ইমাম

উত্তর: গ) সমাজকর্মী

১৬৪. মাদকাসক্তির মোকাবিলায় কোনটির প্রয়োজন?

ক) পারিবারিক শিক্ষা গ) সমাজকর্মী

গ) সাংস্কৃতিক শিক্ষা ঘ) নৈতিক শিক্ষা

উত্তর: গ) সমাজকর্মী

১৬৫. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়?

ক) ১৯৯০ সালে খ) ১৯৮৫ সালে

গ) ১৯৮০ সালে ঘ) ১৯৭৪ সালে

উত্তর: ক) ১৯৯০ সালে

১৬৬.'মাদক'-এর ইংরেজি প্রতিশব্দ কী?

\হক) ঝসড়শব খ) উৎঁম

গ) অফফরপঃরড়হ ঘ) ঘধৎপড়ঃরপ

উত্তর: খ) উৎঁম

১৬৭. জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী মাদক মাদকাসক্তির বৈশিষ্ট্য হলো-

র. মাদক দ্রব্যের উপর নির্ভর হয়ে পড়া

রর. নিয়মিত মাদকদ্রব্য গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা

ররর. মাদকের পরিমাণ বৃদ্ধির আগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১৬৮. মাদকাসক্তির জন্য অনেকাংশে দায়ী-

র. পারিবারিক অবস্থা রর. মানসিক অবস্থা ররর. সামাজিক অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১৬৯. মাদকাসক্তি যে রোগ ছড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়-

র. যক্ষ্ণা রর. ঐওঠ ররর. অওউঝ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: গ) রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে