রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
নতুনধারা
  ১৬ অক্টোবর ২০২৩, ০০:০০
ঢাকা ডেন্টাল কলেজ

দেশে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা-

৪৪টি।/অর্থনৈতিক সমীক্ষা ২০১০।

বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজের নাম-

ঢাকা ডেন্টাল কলেজ (মিরপুর, ঢাকা)।

ঢাকা ডেন্টাল কলেজের প্রতিষ্ঠা-

১৯৬১ সালে।

বাংলাদেশে সরকারি ডেন্টাল ইউনিট-

২টি।

বাংলাদেশে বেসরকারি ডেন্টাল কলেজ-

১২টি।

দেশের প্রথম বেসরকারি মহিলা ডেন্টাল কলেজের নাম-

সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ।

সরকারি ডেন্টাল ইউনিট দুটি অবস্থিত-

রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ।

জনসংখ্যা নিয়ন্ত্রণ জাতীয় স্স্নোগান-

দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।

এ, বি, সি, ডি ভিটামিনের অভাবজনিত রোগকে-

ক্লিমিক্যাল রোগ বলা হয়।

ভিটামিন 'সি'-এর অভাবে-

স্কার্ভি রোগ হয়।

ভিটামিন 'ডি'-এর অভাবে-

রিকেট রোগ হয়।

বাংলাদেশে ডায়রিয়া চিকিৎসা ও গবেষণার আন্তর্জাতিক মানসম্পন্ন একমাত্র প্রতিষ্ঠান-

ওঈউউজই.

বাংলাদেশের চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে-

ফরিদপুর জেলা। (সূত্র ডঐঙ)

বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-

১টি, ঢাকায়।

প্রথম জাতীয় টিকা দিবস পালন করা হয়-

১৬ মার্চ।

১৯৯৫ (১ম রাউন্ড) ও ১৬ এপ্রিল ১৯৯৬ (২য় রাউন্ড)

খাবার স্যালাইন উৎপাদনে দেশে স্থাপনা রয়েছে- ৫টি।

যথা- ঢাকা, যশোর, কুমিলস্না, রংপুর ও বরিশাল।

বাংলাদেশে সর্বপ্রথম অওউঝ শনাক্ত করা হয়-

১৯৮৯ সালে।

বিশ্বে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়- ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে।

এশিয়া মহাদেশে প্রথম এইডস শনাক্ত করা হয়-

থাইল্যান্ড, ১৯৮৪ সালে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে