রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

তৃতীয় অধ্যায় :(২য় অংশ)

১৭০. জলবায়ু পরিবর্তনের যৌক্তিক কারণ কোনটি?

ক) বাতাসের উচ্চচাপ খ) সূর্যের উচ্চচাপ

গ) তাপমাত্রা বৃদ্ধি ঘ) পরিবেশ দূষণ

উত্তর: গ) তাপমাত্রা বৃদ্ধি

১৭১. পৃথিবীর উপরের স্তরের ওজন বৃদ্ধি পাচ্ছে কেন?

ক) গ্রিনহাউস গ্যাসের ফলে খ) আবহাওয়া পরিবর্তনের ফলে

গ) জলবায়ু পরিবর্তনের ফলে ঘ) উষ্ণতা বৃদ্ধির ফলে

উত্তর: ক) গ্রিনহাউস গ্যাসের ফলে

১৭২. আমাদের দেশের হাজার হাজার মানুষ তাদের বাসস্থান হারায় কেন?

ক) সামাজিক বিশৃঙ্খলার কারণে

খ) প্রাকৃতিক দুর্যোগের কারণ

গ) রাজনৈতিক প্রতিহিংসার কারণে

ঘ) পরিবেশ দূষণের কারণে

উত্তর:খ) প্রাকৃতিক দুর্যোগের কারণ

১৭৩. ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে?

ক) ৩ ডিগ্রি সে. খ) ৪ ডিগ্রি সে.

গ) ৫ ডিগ্রি সে. ঘ) ৬ ডিগ্রি সে.

উত্তর: খ) ৪ ডিগ্রি সে.

১৭৪. ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত ডিগ্রি বৃদ্ধি পাবে?

ক) ৩০ সে.মি. খ) ৩৫ সে.মি.

গ) ৪০ সে.মি. ঘ) ৪৫ সে.মি.

উত্তর: ঘ) ৪৫ সে.মি.

১৭৫. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করলে কি ঘটে?

র. উপকূলবর্তী এলাকা পস্নাবিত হয় রর. পানি লবণাক্ত হয়

ররর. ঘর-বাড়ি দুর্বল হয়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ১৭৬ ও ১৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

করোনাভাইরাসের নিকট সমগ্র বিশ্ব অসহায়। বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমে। অন্যদিকে বহির্বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুমন্ডলে গ্যাসের ঘনত্ব পরিবর্তিত হয়, মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে এবং পৃথিবী বিপর্যয়ের সম্মুখীন হবে।

১৭৬. উদ্দীপকের কী পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাকে নির্দেশ দেওয়া হয়েছে?

ক) জলবায়ু খ) আবহাওয়া

গ) প্রকৃতি ঘ) পরিবেশ

উত্তর: ক) জলবায়ু

১৭৭. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?

ক) বিজ্ঞান ও প্রযুক্তির জন্য

খ) এভারেস্ট পর্বতে বরফ জমে থাকার কারণে

গ) জলবায়ু পরিবর্তনের কারণে

ঘ) অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণে

উত্তর: ক) বিজ্ঞান ও প্রযুক্তির জন্য

চতুর্থ অধ্যায়

সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা

১. সামাজিক প্রতিষ্ঠান হলো-

ক) একটি ব্যবস্থা খ) একটি শক্তি

গ) একটি বন্ধন ঘ) একটি অবকাঠামো

উত্তর:ক) একটি ব্যবস্থা

২. সামাজিক প্রতিষ্ঠান হলো 'প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।'- উক্তিটি কার?

ক) ম্যাকাইভার এবং পেজ খ) হর্টন এবং হান্ট

গ) এইচ ই বার্নস ঘ) ফ্রিডল্যান্ডার

উত্তর: ক) ম্যাকাইভার এবং পেজ

৩. 'সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের একটি কাঠামো বিশেষ, যা প্রধানত সুপ্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করে থাকে।'- সংজ্ঞাটি কার?

ক) চই ঐড়ৎঃড়হ খ) ঝঁসহবৎ ধহফ কবষষবৎ

গ) গধপওাবৎ ধহফ চধমব ঘ) ইড়মধৎফধং

উত্তর: ঘ) ইড়মধৎফধং

৪. 'ঝড়পরবঃু' নামক গ্রন্থের রচয়িতা কে?

ক) অগাস্ট কোঁৎ খ) জিসবার্ট

গ) ম্যাকাইভার ও পেজ ঘ) জার্টরুড উইলসন

উত্তর: গ) ম্যাকাইভার ও পেজ

৫. 'ঞযব গড়ফবৎহ ঋধসরষু' গ্রন্থটি কার লেখা?

ক) অগবার্ন ও নিমকফ খ) কিংসলে ডেভিস

গ) আরএফ উইন্স ঘ) ম্যাকাইভার

উত্তর:গ) আরএফ উইন্স

৬ 'সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা'- সংজ্ঞাটি কার?

ক) হর্টন ও হান্ট খ) এইচ বার্নস

গ) সামনার ও কোহলার ঘ) ম্যাকাইভার

উত্তর:ক) হর্টন ও হান্ট

৭. সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?

ক) দ্রম্নত পরিবর্তন হয় না

খ) সর্বজনীন ও সর্বব্যাপী

গ) মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যম

ঘ) উপরের সবগুলো

উত্তর:খ) সর্বজনীন ও সর্বব্যাপী

৮. সামাজিক প্রতিষ্ঠান কীসের বাহন?

ক) আশা ও ভরসার খ) শান্তি ও শৃঙ্খলার

গ) ব্যবসায় ও হিসাবের ঘ) কৃষ্টি ও সংস্কৃতির

উত্তর: ঘ) কৃষ্টি ও সংস্কৃতির

৯. সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার কোনটি?

ক) সামাজিক সংস্থা খ) সামাজিক প্রতিষ্ঠান

গ) অনৈতিক কার্যাবলি ঘ) বিভিন্ন প্রথা

উত্তর:খ) সামাজিক প্রতিষ্ঠান

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে