রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

ঞঞ-এর পূর্ণরূপ- ঞবৎধহঁং ঞড়ীড়রফ.

প্রথম পোলিও টিকা- ১৯৫২ সালে আবিষ্কৃত হয়।

মুখে খাবার পোলিও টিকা আবিষ্কৃত হয়- ১৯৬২ সালে।

দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম -জীবনতরী।

জীবনতরীর মূল লক্ষ্য- প্রতিবন্ধীদের চিকিৎসা করা।

দেশের দ্বিতীয় ভাসমান হাসপাতাল- লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল।

লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল যাত্রা শুরু করে- ২০০১ সালে (প্রতিষ্ঠা ২৬ জানুয়ারি ১৯৯৮)।

দেশের তৃতীয় ভাসমান হাসপাতাল- এমিরেটস ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল।

বীরশ্রেষ্ঠ ভ্রাম্যমাণ হাসপাতাল যাত্রা শুরু করে- ১ ফেব্রম্নয়ারি ২০০৮।

বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র-

ভূ-উপগ্রহ কেন্দ্র হচ্ছে- আন্তর্জাতিক টেলিযোগাযোগের মাধ্যম।

বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র আছে- ৪টি।

ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার সাল-

রাঙামাটির বেতবুনিয়া ১৯৭৫।

গাজীপুরের তালিবাবাদ ১৯৮২।

ঢাকার মহাখালী ১৯৯৫।

সিলেট ১৯৯৭।

প্রশ্ন:সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু-

উত্তর:কোয়ার্টজ।

প্রশ্ন:জাতীয় ওষুধ নীতির মূল উদ্দেশ্য হলো-

উত্তর: অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা।

প্রশ্ন:উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রো মৌল-

উত্তর:কপার।

প্রশ্ন: অধিক শক্তিশালী ক্ষার-

উত্তর: ঘধঙঐ.

প্রশ্ন: পরাগরেণুর বাইরের পুরু, শক্ত ও কিউটিনযুক্ত ত্বককে কি বলে?

উত্তর:এক্সাইন।

প্রশ্ন: মহাকাশে এক সেকেন্ডে দোলকের কম্পাঙ্ক কত?

উত্তর: ০ঐু.

প্রশ্ন: কোন দ্রব্যটি ঢ়ঐ = ৭.৪ দ্রবণে যোগ করলে এর ঢ়ঐ মান কমবে?

উত্তর: ঈঐ৩ঈঙঙঐ.

প্রশ্ন: মানুষের প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নয়-

উত্তর: ইন্টারফেরন।

প্রশ্ন: শ্রেণি কক্ষের শব্দের তীব্রতার লেভেল-

উত্তর: ৫০ফই.

প্রশ্ন: প্রথম টেস্টটিউব বেবির নাম-

উত্তর: লুইস ব্রাউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে