রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

চতুর্থ অধ্যায়

৩১. সামাজিক সংস্থা মূলত-

ক) স্থায়ী খ) ক্ষণস্থায়ী

গ) অস্থায়ী ঘ) ভঙ্গুর

উত্তর:গ) অস্থায়ী

৩২. সামাজিক সংস্থাগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলোর কী হিসেবে কাজ করে?

ক) বিকল্প খ) অনুরূপ

গ) প্রতিচ্ছবি ঘ) দিকনির্দেশক

উত্তর:ঘ) দিকনির্দেশক

৩৩. সামাজিক সংস্থা হলো-

র. মানুষের প্রয়োজনে প্রতিষ্ঠিত

রর. সেবাপ্রদানকারী সংস্থা

ররর. মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ঘ) র, রর ও ররর

৩৪. শিপু বিবাহ করে ছোট একটি ঘর ভাড়া নিয়ে সস্ত্রীক সংসার শুরু করলেন। এভাবেই তৈরি হলো তাদের ছোট পরিবার। এখন বিবাহ ও পরিবারকে কী বলা যায়?

ক) প্রতিষ্ঠান খ) গোষ্ঠী

গ) সংগঠন ঘ) দল

উত্তর:ক) প্রতিষ্ঠান

৩৫. সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো-

র. গতিশীল কার্যপ্রণালি রর. কর্মভার হস্তান্তরযোগ্য

ররর. সমাজভেদে এর কার্যাবলি অভিন্ন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩৬. প্রতিটি সামাজিক সংস্থা পরিচালিত হয়-

র. পেশাজীবীদের মাধ্যমে রর. সমাজকর্মীদের মাধ্যমে

ররর. কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সমাজকর্মের প্রভাষক জুবায়ের সাহেব ক্লাসে শিক্ষার্থীদের পড়ানোর সময় একটি বিষয়ের ওপর কিছু বৈশিষ্ট্য তুলে ধরেন। এগুলো হলো- মানুষের বহুমুখী চাহিদা ও প্রয়োজন থেকে সৃষ্ট,

সমাজস্বীকৃত ও সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম।

৩৭. অনুচ্ছেদে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক) সামাজিক প্রতিষ্ঠান খ) সামাজিক সংস্থা

গ) সামাজিক প্রথা ঘ) সামাজিক আইন

উত্তর:ক) সামাজিক প্রতিষ্ঠান

৩৮. উক্ত বিষয় সম্পর্কে বলা যায়-

র. এটি সৃষ্টি ও সংস্কৃতির বাহন

রর. সমাজের সবাই এর সদস্য হতে পারে

ররর. এটি সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:গ) র ও ররর

৩৯. শিশুর মধ্যে বাঞ্ছিত আচরণ তৈরি হয় কীসের মাধ্যমে?

ক) পারিবারিক সুন্দর পরিবেশে খ) দলীয় পরিবেশে

গ) বিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে ঘ) মক্তবের শিক্ষকদের মাধ্যমে

উত্তর: ক) পারিবারিক সুন্দর পরিবেশে

৪০. মানবসমাজে কোনটিকে প্রায় বিশ্বজনীন রীতি বলা হয়?

ক) জন্মদিন খ) বিজয় দিবস

গ) বিবাহ ঘ) নববর্ষ

উত্তর:গ) বিবাহ

৪১. 'বিবাহ হচ্ছে সন্তান উৎপাদন ও প্রতিপালনের একটি চুক্তি'- উক্তিটি কার?

ক) গধপষাবৎ খ) ঘরসশড়ভভ

গ) ঝঁসসবৎ ঘ) গড়ষরহড়ংিশর

উত্তর:ঘ) গড়ষরহড়ংিশর

৪২. পরিবারের মূল ভিত্তি কী?

ক) বিবাহ খ) আবেগ

গ) ধর্ম ঘ) জৈবিক চাহিদা

উত্তর:ক) বিবাহ

৪৩. সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার কোনটি?

ক) সামাজিক প্রতিষ্ঠান খ) সামাজিক সংস্থা

গ) অনৈতিক কার্যাবলি ঘ) বিভিন্ন প্রথা

উত্তর: ক) সামাজিক প্রতিষ্ঠান ৪৪. সামাজিক সংস্থাগুলো কী মেনে চলে?

ক) নিজস্ব মূল্যবোধ ও রীতিনীতি

খ) নিজস্ব আদালত ও বিচার প্রক্রিয়া

গ) নিজস্ব আইন ঘ) আন্তর্জাতিক আইন

উত্তর: ক) নিজস্ব মূল্যবোধ ও রীতিনীতি

৪৫. সামাজিক প্রতিষ্ঠানগুলো কীভাবে প্রতিষ্ঠিত হয়?

ক) মৌলিক বৈশিষ্ট্যের মাধ্যমে খ) মৌলিক কার্যাবলি পরিচালনার দ্বারা

গ) মৌলিক আইন প্রণয়নের মাধ্যমে ঘ) কিছু পরিকল্পনা গ্রহণের ফলে

উত্তর: ক) মৌলিক বৈশিষ্ট্যের মাধ্যমে

৪৬. সামাজিক সমস্যা সমাধানে কোনটির ভূমিকা সর্বাধিক?

ক) ধর্ম খ) গোষ্ঠী

গ) প্রতিষ্ঠান ঘ) সম্প্রদায়

উত্তর:ক) ধর্ম

৪৭. সন্তান প্রজনন ও প্রতিপালন, যৌন প্রবৃত্তির পরিতৃপ্তি, সামাজিকীকরণ, সামাজিক মর্যাদা দান-এগুলো দ্বারা প্রকাশ পেয়েছে-

ক) সমাজের গুরুত্ব খ) সমাজের বৈশিষ্ট্য

গ) পরিবারের কার্যাবলি ঘ) পরিবারের বৈশিষ্ট্য

উত্তর:গ) পরিবারের কার্যাবলি

৪৮. পরিবার গড়ে তোলার উদ্দেশ্য হলো-

ক) বংশ রক্ষা এবং নিরাপত্তা

খ) সম্পর্ক স্থাপন ও পারস্পরিক শ্রদ্ধা

গ) সামাজিক জীবন উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা

ঘ) সমন্বয় সাধন ও চিত্তবিনোদন

উত্তর:ক) বংশ রক্ষা এবং নিরাপত্তা

৪৯. সরোরেট বিবাহ হলো-

ক) মৃত ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে খ) মৃত স্ত্রীর বোনকে বিয়ে

গ) একসাথে দুই বোনকে বিয়ে

ঘ) নিছু বংশের পুরুষের সঙ্গে উচ্চবর্ণের মেয়ের বিয়ে

উত্তর : খ) মৃত স্ত্রীর বোনকে বিয়ে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে