বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের সৌন্দর্য বর্ধনকারী গাছের চারার স্টল দেয় শিক্ষার্থীরা। টিএসসি মিনি সম্মেলেন কক্ষে ১৮ নভেম্বর এই বৃক্ষমেলার আয়োজন করে বাকৃবি পস্ন্যান্ট লাভারস নামের একটি সংগঠন। মেলায় গাছের চারার ১২টি স্টল ছিল। যার সবগুলো বাকৃবি শিক্ষার্থী পরিচালিত। বাকৃবি পস্ন্যান্ট লাভারের প্রতিষ্ঠাতা ও এই মেলার প্রধান আয়োজনকারী কৃষিবিদ সানজিদা সাকি বৈশাখী। মেলা পরিদর্শন করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফরিনা মুস্তারি, সহকারী প্রক্টর মো. শরীয়ত-উলস্নাহ ও ডক্টর মো. আরিফ সাকিল।