সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

২১৪. স্বর্ণা দিনের বেলা পড়ার সময় বাতি নিভিয়ে জানালা খুলে দেয়। স্বর্ণা দিনের আলো ব্যবহার করে কেন?

উত্তর : শক্তি সংরক্ষণ করতে

২১৫. 'গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে।' এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক?

উত্তর : অপচয় হবে

২১৬. লোহা একটি কঠিন পদার্থ কেন?

উত্তর : পরমাণুগুলোর মধ্যে বন্ধন দৃঢ় থাকে

২১৭. কয়লা ও তেলের মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে কোন কোন শক্তি উৎপন্ন করা যায়?

উত্তর : তাপ

২১৮. তোমার কাঠের একটি পেনসিল বক্স আছে। বক্সটি এক ধরনের কী?

উত্তর : পদার্থ

২১৯. রাজন সাইকেল চালাচ্ছে। সে সাইকেল চালাতে কোন শক্তি প্রয়োগ করছে?

উত্তর : পেশিশক্তি

২২০. বায়ুকল চালাতে কোন শক্তি লাগে?

উত্তর : যান্ত্রিকশক্তি

২২১. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়ায়। ফলে পৃথিবীর কী বৃদ্ধি পায়?

উত্তর : উষ্ণতা

২২২. রান্নার চুলা থেকে উৎপন্ন হওয়া কোন গ্যাসটি বিষাক্ত?

উত্তর : কার্বন মনোক্সাইড

২২৩. ইউরিয়া সার প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর : নাইট্রোজেন

২২৪. দূষিত বায়ুর প্রভাবে মানুষের কোন রোগটি হয়?

উত্তর : হাঁপানি

২২৫. ইটের ভাটায় ইট পোড়ালে বায়ুতে কোন গ্যাসটি বাড়ে?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড

২২৬. কলকারখানার ধোঁয়ায় নিচের কোনটি থাকে?

উত্তর : কার্বন মনোক্সাইড

২২৭. বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে কী বলে?

উত্তর : বায়ুদূষণ

২২৮. অহনা ১২ বছর বয়সের শিশু। সে জ্বরে দুর্বল হয়ে পড়লে ডাক্তার তাকে সুষম খাদ্যের একটি তালিকা অনুযায়ী খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন। তার আমিষ জাতীয় খাদ্য প্রতিদিন কতবার খেতে হবে?

উত্তর : ১-২ বার

২২৯. তুষারের বড় ভাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য গ্রহণ করে। এ ক্ষেত্রে তুষারের ভাইয়ের কী সমস্যা হতে পারে?

উত্তর : ওজনজনিত

২৩০. পথশিশু সোহেল কাগজ কুড়ানোর কাজ করে। সব বেলা ঠিকমতো খাবার খেতে পায় না। বয়স অনুযায়ী তার উচ্চতা ও ওজন একেবারেই কম। সোহেলের উচ্চতা ও ওজন কম হওয়ার কারণ কী?

উত্তর : অপুষ্টিতে স্বাভাবিক বৃদ্ধি হয়নি বলে

২৩১. বর্ষাকালে শুকনো খাবারের প্রয়োজনে তুমি কীভাবে মুড়ি, খই, আমসত্ত্ব সংরক্ষণ করবে?

উত্তর : উচ্চ তাপে শুকিয়ে

২৩২. বরফ জমানো ঠান্ডায় খাদ্য সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কী সংক্ষরণ করা হয়?

উত্তর : মাছ

২৩৩. খাদ্যের বৈশিষ্ট্য ও গুণাগুণ ঠিক রেখে খাদ্যদ্রব্যকে উচ্চ তাপে শুকানো হয়। এভাবে কী সংরক্ষণ করা যায়।

উত্তর : গম

২৩৪. দুধ একটি আদর্শ খাদ্য। এটি কোন পদ্ধতিতে সংরক্ষণ করা যায়?

উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতিতে

২৩৫. খাদ্য সংরক্ষণের নানা পদ্ধতি রয়েছে। খাদ্য সংরক্ষণের প্রাচীন পদ্ধতি নাম কী?

উত্তর : রোদে শুকিয়ে সংরক্ষণ

২৩৬. ইয়াসমিন বাড়িতে জ্যাম, জেলি ও আচার তৈরি করেছে। এসব খাবার সংরক্ষণ করতে তার কেমন পাত্র নির্বাচন করতে হবে?

উত্তর : বায়ুরোধী পাত্র

২৩৭. শিমুলদের বাজারের মাছ বিক্রেতা নদী থেকে মাছ ধরে তা সংরক্ষণ করেন। মাছ সংরক্ষণ করতে তিনি কী ব্যবহার করেন?

উত্তর : লবণ

২৩৮. মনে করো, তোমার বাসায় কোনো ফ্রিজ নেই। এ অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তুমি তোমার মাকে কী বলবে?

উত্তর : রোদে শুকিয়ে রাখতে

২৩৯. লামিয়ার বয়স ৮ বছর। তার প্রতিদিন সর্বনিম্ন কতটুকু দুধ পান করা প্রয়োজন।

উত্তর : ২৫০ মিলি

২৪০. শর্করা, আমিষ ও স্নেহজাতীয় পদার্থ দেহের গঠন ও বৃদ্ধি সাধন করে। এগুলো দেহের আর কী করে থাকে?

উত্তর : তাপমাত্রা জোগায়

২৪১. মিজান একই জাতীয় ও অতিরিক্ত খাবার খায়। এ কারণে তার কী হবে?

উত্তর : দেহ ভারী হবে

২৪২. তুমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভীষণ পছন্দ করো। খেলাধুলার আগ্রহ বজায় রাখতে তোমার খাদ্য গ্রহণ কিরূপ হওয়া উচিত?

উত্তর : পরিমিত

২৪৩. তোমার স্কুলের টিফিনের খাবারটিতে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজলবণ ও পানি রয়েছে। তোমার খাবারটিকে কী খাবার বলা যেতে পারে।

উত্তর : সুষম খাদ্য

২৪৪. তুমি হোটেলে ড্রিঙ্কস ও ফ্রুট জুস অর্ডার করলে। অর্ডারকৃত খাদ্যগুলোকে কী বলা হয়?

উত্তর : জাঙ্কফুড

২৪৫. তুমি বার্গার কিনে খেলে। এতে কোন ক্ষতিকর পদার্থটি থাকতে পারে?

উত্তর : কার্বনেট

২৪৬. কোন খাদ্যটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

উত্তর: বার্গার

২৪৭. কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে মানুষের নানা রকম ক্ষতি হয়। এসব ব্যবহারের ফলে কোন রোগটি হতে পারে।

উত্তর : কিডনি অকার্যকর হওয়া

২৪৮. খাদ্যে নানা রকম রাসায়নিক দ্রব্য মেশানো হয়। কোন খাদ্যে এ ধরনের দ্রব্য মেশানো হয়?

উত্তর : মরিচ

২৪৯. তোমার বন্ধু বিদ্যালয়ের সামনে থেকে গাঢ় কমলা রঙের আইসক্রিম কিনে খেল। এই আইসক্রিমের কৃত্রিম রং তার শরীরে কোন রোগ সৃষ্টি করতে পারে?

উত্তর : অ্যাজমা

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে