রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৫৩. দুর্গার মতে কে 'রাক্ষস'?

ক. অপু খ. সর্বজয়া

গ. রাঙি গাই ঘ. পেঁচি

উত্তর :গ. রাঙি গাই

৫৪. দুর্গার আঁচলে কটি রড়া ফলের বিচি ছিল?

ক. পনেরটি খ. বিশটি

গ. পঁচিশটি ঘ. ছাব্বিশটি

উত্তর :ঘ. ছাব্বিশটি

৫৫. হরিহরকে যারা মন্ত্র দিতে অনুরোধ করেছিল তারা জাতিতে কী ছিল?

ক. শূদ্র খ. সদগোপ

গ. বৈশ্য ঘ. নমশূদ্র

উত্তর :খ. সদগোপ

৫৬. হরিহর তাগাদা দিতে কোথায় গিয়েছিল?

ক. দশঘরায় খ. উজান ঘরে

গ. বড় বাজারে ঘ. তেলিপাড়ায়

উত্তর :ক. দশঘরায়

৫৭. রায় বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়?

ক. আট টাকা খ. দশ টাকা

গ. বারো টাকা ঘ. চৌদ্দ টাকা

উত্তর :ক. আট টাকা

'বঙ্গবাণী'

১. আবদুল হাকিম কোন শতকের কবি?

ক. পঞ্চদশ খ. সপ্তদশ

গ. যষ্ঠদশ ঘ. অষ্টাদশ

উত্তর : খ. সপ্তদশ

২. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্বন্ধে কবির অভিমত কী?

ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না

খ. তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য

গ. তারা অকৃতজ্ঞতারই পরিচয় দেয়

ঘ. তারা নিচ ও হীন জীবনযাপন করে

উত্তর : ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না

৩. দেশি ভাষায় কাব্য রচনা করার পিছনে কবির যুক্তি কী?

ক. সাধারণ মানুষের উপকার

খ. দেশি ভাষায় দক্ষতা অর্জন

গ. দেশি ভাষার প্রতি ভালোবাসা

ঘ. দেশি ভাষা সবার বোধগম্য

উত্তর : ক. সাধারণ মানুষের উপকার

৪. কবির কাব্য রচনার উদ্দেশ্য কী?

ক. সাধারণ মানুষের তুষ্টি

খ. রাজকর্মচারীদের তুষ্ট করা

গ. শিক্ষিত জনকে আনন্দ দান

ঘ. আত্মপ্রচার করা

উত্তর : ক. সাধারণ মানুষের তুষ্টি

৫. পাঠ্যবইয়ে কবি আবদুল হাকিমে যে জন্মতারিখ দেওয়া আছে তা কী ধরনের?

ক. সঠিক খ. আনুমানিক

গ. তথ্যপূর্ণ ঘ. সঠিক নয়

উত্তর : খ. আনুমানিক

৬. আবদুল হাকিম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. আনুমানিক ১৭২০ খ্রিষ্টাব্দে

খ. আনুমানিক ১২৬০ খ্রিষ্টাব্দে

গ. আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে

ঘ. আনুমানিক ১৬৬০ খ্রিষ্টাব্দে

উত্তর : গ. আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে

৭. সন্দ্বীপের সাধুরামপুর গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?

ক. কায়কোবাদ খ. আহসান হাবীব

গ. আবদুল হাকিম ঘ. ফররুখ আহমদ

উত্তর : গ. আবদুল হাকিম

৮. কবি আবদুল হাকিমের জন্মস্থান কোথায়?

ক. কেশবপুরের সাগরদাঁড়িতে

খ. নাটোরের আজিমনগরে

গ. কেশবপুরের পাঁজিয়ায়

ঘ. সন্দ্বীপের সাধারামপুরে

উত্তর : ঘ. সন্দ্বীপের সাধারামপুরে

৯. 'বঙ্গবাণী' কবিতাটি কোন শতকে রচিত হয়েছে?

ক. মধ্যযুগে খ. ষোড়শ শতক

গ. সপ্তদশ শতকে ঘ. ঊনবিংশ শতকে

উত্তর : গ. সপ্তদশ শতকে

১০. আবদুল হাকিম কোন যুগের কবি?

ক. প্রাক-মধ্যযুগের খ. মধ্যযুগের

গ. আধুনিক যুগের ঘ. মধ্যযুগ পরবর্তী

উত্তর : খ. মধ্যযুগের

১১. আবদুল হাকিম কোন শতকের কবি?

ক. পঞ্চদশ খ. সপ্তদশ

গ. ষোড়শ ঘ. অষ্টাদশ

উত্তর : খ. সপ্তদশ

১২. আবদুল হাকিম কে ছিলেন?

ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি

খ. আধুনিক বাংলা সাহিত্যের পুরোধা

গ. ষোড়শ শতকের অন্যতম বিশিষ্ট লেখক

ঘ. অমর কথাসাহিত্যিক

উত্তর : ক. সপ্তদশ শতকের একজন প্রখ্যাত কবি

১৩. 'বঙ্গবাণী' কবিতায় মাতৃভাষার প্রতি কবির কেমন অনুভূতি প্রকাশিত হয়েছে?

ক. দুর্বার ক্ষোভের অনুভূতি

খ. চাপা আক্রোশের অনুভূতি

গ. অনন্য মমত্বের অনুভূতি

ঘ. অসহনীয় বিরক্তিভাব

উত্তর : গ. অনন্য মমত্বের অনুভূতি

১৪. মধ্যযুগের কোন কবি পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ?

ক. শাহ মুহম্মদ সগীর খ. আলাওল

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. আবদুল হাকিম

উত্তর : ঘ. আবদুল হাকিম

১৫. আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?

ক. নূরনামা খ. সাত সাগরের মাঝি

গ. লাইলী মজনু ঘ. সুলতানানামা

উত্তর : ক. নূরনামা

১৬. 'নূরনামা' কার লেখা?

ক. ফকির গরীবুলস্নাহর

খ. মীর মোশাররফ হোসেনের

গ. আবদুল হাকিমের

ঘ. সৈয়দ এমদাদ আলী

উত্তর : গ. আবদুল হাকিমের

১৭. 'ইউসুফ জোলেখা' কী?

ক. আবদুল হাকিমের উপন্যাস

খ. দৌলত কাজীর কাব্য

গ. আলাওলের কাব্য

ঘ. আবুদল হাকিমের কাব্য

উত্তর : ঘ. আবুদল হাকিমের কাব্য

১৮. 'লালমতি' কার লেখা কাব্যগ্রন্থ?

ক. শাহাদাৎ হোসেনের

খ. সুফিয়া কামালের

গ. আবদুল হাকিমের

ঘ. কাজী নজরুল ইসলামের

উত্তর : গ. আবদুল হাকিমের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে