শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা ১১. একে অপরের কার্যাবলির ওপর হস্তক্ষেপ না করে নিজ ইচ্ছা অনুসারে কাজ করাকে বলা হয়- ক) ব্যক্তিস্বাধীনতা খ) স্বাধীনতা গ) স্বেচ্ছাচারিতা ঘ) পরাধীনতা উত্তর :ক) ব্যক্তিস্বাধীনতা ১২. সমাজকর্মের অন্তর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি? ক) গোপনীয়তা খ) গণতান্ত্রিক অধিকার গ) মানব মর্যাদার স্বীকৃতি ঘ) আত্মনিয়ন্ত্রণ অধিকার উত্তর :ঘ) আত্মনিয়ন্ত্রণ অধিকার ১৩. বিমল নদীতে মাছ ধরে সংসার চালান। তার এ কাজকে বৃত্তি বলা হয়, কারণ- \হর. এতে উচ্চ প্রশিক্ষণের দরকার হয় না রর. শারীরিক সামর্থ্য দরকার হয় না ররর. সামাজিক স্বীকৃতি দরকার হয় না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ১৪. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির তাৎপর্য হলো- র. ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে রর. সমস্যার সমাধানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাওয়া যায় ররর. সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়নসহ যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১৫. 'ঠধষঁবং' শব্দটির বাংলা প্রতিশব্দ কী? ক) মূল্য খ) মূল্যবোধ গ) মূল্যবান ঘ) মূলনীতি উত্তর : খ) মূল্যবোধ ১৬. বৃত্তি বলতে বোঝায়- ক) বিশেষ জ্ঞান সমৃদ্ধ জীবিকা খ) মূল্যবোধ সমৃদ্ধ জীবিকা গ) সাধারণ জ্ঞান অর্জিত জীবিকা ঘ) সামাজিক স্বীকৃত জীবিকা উত্তর : গ) সাধারণ জ্ঞান অর্জিত জীবিকা ১৭. মূল্যবোধ কোন ধরনের প্রত্যয়? ক) বস্তুগত খ) আপেক্ষিক গ) চূড়ান্ত ঘ) বিমূর্ত উত্তর :ঘ) বিমূর্ত ১৮. সমাজকর্ম কোন ধরনের পেশা? ক) মূল্যবোধ নিরপেক্ষ খ) মূল্যবোধ নির্দেশিত গ) দক্ষতা নিরপেক্ষ ঘ) জ্ঞান নিরপেক্ষ উত্তর :খ) মূল্যবোধ নির্দেশিত ১৯. সমাজের মানুষের আচরণের মানদন্ড হিসেবে কাজ করে কোনটি? ক) সামাজিক মূল্যবোধ খ) রাজনৈতিক মূল্যবোধ গ) ধর্মীয় মূল্যবোধ ঘ) সাংস্কৃতিক মূল্যবোধ উত্তর : ক) সামাজিক মূল্যবোধ ২০. পেশার জন্য যে জিনিসটা দরকার- র. তাত্ত্বিক জ্ঞান রর) বিশেষ প্রশিক্ষণ ররর. পর্যাপ্ত মূল্যায়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ক) র ও রর ২১. মূল্যবোধ বলতে কী বোঝায়? ক) সমাজ নিয়ন্ত্রণের মানদন্ড খ) মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদন্ড গ) মানুষের সম্পদ সম্পত্তি নিয়ন্ত্রণের মানদন্ড ঘ) রাজনীতি নিয়ন্ত্রণের মানদন্ড উত্তর: খ) মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদন্ড ২২. পেশাদার সমাজকর্মের সূচনা হয় কোথায়? ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে গ) জার্মানিতে ঘ) জাপানে উত্তর :খ) যুক্তরাজ্যে ২৩. বৃত্তির জন্য যেটি দরকার- র. সাধারণ বুদ্ধি রর. উচ্চতর ডিগ্রি ররর. শারীরিক সামর্থ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর \হউত্তর : গ) র ও ররর ২৪. সিফাত একজন সমাজকর্মী। তিনি যেসব মূল্যবোধ অনুসরণ করেন- র. ব্যক্তিগত মূল্যবোধ রর. সামাজিক মূল্যবোধ ররর. পেশাগত মূল্যবোধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ২৫. সক্ষমকারী পেশা বলতে বোঝায়- ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির কাজের ব্যবস্থা করা গ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা করা ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা উত্তর : ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে