রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট (জন্ম : ৩০ জানুয়ারি ১৮৮২ মৃতু্য :১২ এপ্রিল ১৯৪৫) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি। তিনি চার মেয়াদে ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত ১২ বছর ক্ষমতায় ছিলেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে তিনি টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন।
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর : ১৯৮৬ সালে।

প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা-

উত্তর : ভাসানচর থানা (নোয়াখালী), ঈদগাঁও থানা (কক্সবাজার)।

প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে?

উত্তর : ২২ জানয়ারি, ২০২১।

প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?

উত্তর : ৭৮টি।

প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন: জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২ সালে।

প্রশ্ন: জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

উত্তর: মহাসচিব।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?

উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?

উত্তর: জন ডি রকফেলার জুনিয়র।

প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?

উত্তর: ডবিস্নউ হ্যারিসন।

প্রশ্ন: জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?

উত্তর: ২৬ জুন, ১৯৪৫ সালে।

প্রশ্ন: জাতিসংঘের সনদের রচয়িতা কে?

উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ (অৎপযরনধষফ গধপষবরংয)।

প্রশ্ন: প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

উত্তর: ২৪ অক্টোবর।

প্রশ্ন: জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?

উত্তর: সাধারণ পরিষদের।

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?

উত্তর: সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে