সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০২ মার্চ ২০২৪, ০০:০০

১৭. 'ঝড়পরধষ ড়িৎশ রহ পড়হঃবসঢ়ড়ৎধৎু ংড়পরবঃু' গ্রন্থটির লেখক কে?

ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ. গড়ড়ৎব

গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) ঈযধৎষবং উ.এধৎারহ

উত্তর : ঘ) ঈযধৎষবং উ. এধৎারহ

১৮. বাধ্যতামূলক সদকার উদাহরণ কোনটি?

র) সদকাতুল ফিতর

রর) কোরবানির পশুর চামড়ার মূল্য

ররর) ভিক্ষুক বা মিসকিনকে দান

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১৯. জাকাত কোন ধরনের শব্দ?

ক) আরবি খ) ফারসি

গ) উর্দু ঘ) ফরাসি

উত্তর : ক) আরবি

২০. জাকাত শব্দের অর্থ নয় কোনটি?

ক) পবিত্র করা খ) বৃদ্ধি করা

গ) দান করা ঘ) সংশোধন করা

উত্তর : গ) দান করা

২১. নিসাব পরিমাণ সম্পদ বলতে বোঝায়-

র) সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা

রর) সাড়ে সাত তোলা সোনা ও সাড়ে বায়ান্ন তোলা রুপা

ররর) সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

২২. জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ মালিকানায় থাকতে হয়-

ক) পূর্ণ এক বছর খ) অর্ধ বছর

গ) এক বছরের কিছু সময় ঘ) অনির্দিষ্ট সময়

উত্তর : ক) পূর্ণ এক বছর

২৩. জাকাত প্রদান করা সামর্থ্যবান মুসলমানের জন্য-

ক) ফরজ খ) ওয়াজিব

গ) নফল ঘ) সুন্নত

উত্তর : ক) ফরজ

২৪. জাকাতের জন্য নির্দিষ্ট সম্পদগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?

ক) দুই ভাগে খ) তিন ভাগে

গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে

উত্তর :ঘ) পাঁচ ভাগে

২৫. জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি?

ক) ৫টি খ) ৬টি

গ) ৭টি ঘ) ৮টি

উত্তর : গ) ৭টি

২৬. জাকাত বণ্টনের খাত কয়টি?

ক) ৫টি খ) ৬টি

গ) ৭টি ঘ) ৮টি

উত্তর :ঘ) ৮টি

২৭. পবিত্র কোরআনের কোন সুরায় জাকাত বণ্টনের খাতের কথা উলেস্নখ আছে?

ক) সুরা বাকারা খ) সুরা ইয়াসিন

গ) সুরা আল ইমরান ঘ) সুরা তওবা

উত্তর :ঘ) সুরা তওবা

২৮. বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনটি?

ক) মদিনার সনদ খ) ম্যাগনাকার্টা

গ) জাকাত ঘ) বিভারিজ রিপোর্ট

উত্তর :গ) জাকাত

২৯. সদকা ও জাকাতের মধ্যে পার্থক্য কীসে?

ক) সাহায্যের পরিমাণে খ) প্রদানের বাধ্যবাধকতায়

গ) গ্রহীতার আর্থিক অবস্থায় ঘ) গ্রহীতার সামাজিক অবস্থানে

উত্তর :খ) প্রদানের বাধ্যবাধকতায়

২৯. ধর্মগোলার উৎপত্তি কখন?

ক) ইসলামী যুগ খ) মধ্যযুগে

গ) ব্রিটিশ আমলে ঘ) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে

উত্তর :গ) ব্রিটিশ আমলে

৩০. ধর্মগুলোর আধুনিক রূপ কোনটি?

ক) সরাইখানা খ) লঙ্গরখানা

ঘ) সরকারি খাদ্য গুদাম ঘ) ডাকবাংলো

উত্তর :ঘ) সরকারি খাদ্য গুদাম

৩১. ক্লান্তপথিক ও মুসাফিরদের কল্যাণে নির্মিত প্রতিষ্ঠানের নাম ছিল-

ক) রেস্ট হাউস খ) বিশ্রামাগার

গ) মুসাফিরখানা ঘ) সরাইখানা

উত্তর :ঘ) সরাইখানা

৩২. সরাইখানার ইংরেজি প্রতিশব্দ কী?

ক) ওহ খ) ওহহ

গ) ঈরৎপঁরঃ ঐড়ঁংব ঘ) জবংঃ ঐড়ঁংব

উত্তর :খ) ওহহ

৩৩. দানের প্রকৃতির দিক থেকে নিচের কোন দুটি একই?

ক) জাকাত ও সদকা খ) জাকাত ও ওয়াকফ

গ) ওয়াকফ ও দেবোত্তর ঘ) দেবোত্তর ও জাকাত

উত্তর :গ) ওয়াকফ ও দেবোত্তর

৩৪. দেবোত্তর কয় ধরনের?

ক) ২ ধরনের খ) ৩ ধরনের

গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের

উত্তর :ক) ২ ধরনের

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে