বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম, শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২৭. নারী-পুরুষের অধিকার সম্পর্কে কোন কবি বলেছেন?

ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. আল-মাহমুদ ঘ. শামসুর রহমান

উত্তর: ক. কাজী নজরুল ইসলাম

২৮. প্রথম কোন নেত্রী ৮ মার্চকে নারী দিবস ঘোষণার প্রস্তাব দেন?

ক. ক্লারা জেটকিন খ. সুফিয়া কামাল

গ. বেগম রোকেয়া ঘ. লারা দত্ত

উত্তর:ক. ক্লারা জেটকিন

২৯. বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?

ক. রংপুরে খ. বরিশালে

গ. ফরিদপুরে ঘ. পশ্চিম বাংলায়

উত্তর:ক. রংপুরে

৩০. কোথায় বেগম রোকেয়া একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

ক. ভাগলপুরে খ. রংপুরে

গ. পাবনায় ঘ. রাজশাহীতে

উত্তর:ক. ভাগলপুরে

৩১. বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৮০ খ. ১৮৮১

গ. ১৮৮২ ঘ. ১৮৮৩

উত্তর:ক. ১৮৮০

৩২. পারিবারিকভাবে নারী নির্যাতনের একটি বিশেষ কারণ কোনটি?

ক. কুশিক্ষা খ. কুসংস্কার

গ. যৌতুক ঘ. হীনম্মন্যতা

উত্তর:গ. যৌতুক

৩৩. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না হলে কী হবে?

ক. দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় খ. দেশের উন্নতি হয়

গ. সবাই পিছিয়ে পড়বে ঘ. সবাই শিক্ষিত হতে পারবে

উত্তর:ক. দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়

৩৪. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?

ক. রংপুরে খ. পায়রাবন্দে

গ. কলকাতায় ঘ. ঢাকায়

উত্তর:গ. কলকাতায়

৩৫. কাকে বাংলাদেশের নারী জাগরণের অগদূত ও মহীয়সী বলা হয়?

ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল

গ. সেলিনা হোসেন ঘ. জাহানারা ইমাম

উত্তর:ক. বেগম রোকেয়া

৩৬. নারী শ্রমিকের ন্যায্য মজুরির দাবিতে প্রথম আন্দোলন শুরু হয়-

ক. ভারতের কলকাতা শহরে খ. ইংল্যান্ডের ডাবলিন শহরে

গ. সুইজারল্যান্ডের হেগ শহরে ঘ. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে

উত্তর:ঘ. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে

৩৭. কোন সংগঠন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

ক. জাতিসংঘ খ. সার্ক

গ. ওআইসি ঘ. ন্যাম

উত্তর:ক. জাতিসংঘ

৩৮. দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৮৫৭ খ. ১৯১০

গ. ১৯০৮ ঘ. ১৯০৩

উত্তর:ক. ১৮৫৭

৩৯. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ?

ক. ৮ মার্চ খ. ৮ এপিল

গ. ১০ জানুয়ারি ঘ. ১৭ মে

উত্তর:ক. ৮ মার্চ

আমাদের অর্থনীতি : কৃষি ও শিল্প

১. বর্তমানে বাংলাদেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন?

ক. তামাক চাষ ব্যয়বহুল

খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

গ. বিদেশে তামাকের চাহিদা কমেছে

ঘ. তামাক চাষের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়

উত্তর : খ. তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

২. বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যবহারের সর্বোত্তম উপায় কোনটি?

ক. শিল্প উন্নয়নে বিনিয়োগ করে

খ. দরিদ্র জনগণকে বিলিয়ে দিয়ে

গ. সমগ্র জনগণকে বিলিয়ে দিয়ে

ঘ. পরিশ্রমী পরিবারকে বিলিয়ে দিয়ে

উত্তর :ক. শিল্প উন্নয়নে বিনিয়োগ করে

৩. তোমাদের এলাকার কৃষিজমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে তুমি কার পরামর্শ নেবে?

ক. মৎস্য কর্মকর্তার খ. শিক্ষা কর্মকর্তার

গ. কৃষি কর্মকর্তার ঘ. বন কর্মকর্তার

উত্তর :গ. কৃষি কর্মকর্তার

৪. বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে নিচের কোনটি প্রয়োজন?

ক. রপ্তানির পরিমাণ বাড়ানো

খ. আমদানির পরিমাণ বাড়ানো

গ. রপ্তানির পরিমাণ অপরিবর্তিত রাখা

ঘ. আমদানির পরিমাণ অপরিবর্তিত রাখা

উত্তর :ক. রপ্তানির পরিমাণ বাড়ানো

৫. বাংলাদেশকে 'কৃষিপ্রধান দেশ' বলার কারণ কী?

ক. এ দেশের অধিকাংশ লোকের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল

খ. বাংলাদেশ কেবল কৃষিজাত দ্রব্যই উৎপাদন করে

গ. এ দেশের অর্থনাীতিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

ঘ. বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হলো কৃষি সামগ্রী

উত্তর :ক. এ দেশের অধিকাংশ লোকের জীবিকা কৃষির ওপর নির্ভরশীল

৬. মনে কর তুমি একজন কৃষক এবং তোমার জমি দিন দিন উর্বরতা হারাচ্ছে। এখন তুমি কী করবে?

ক. আখ ফলানো খ. ফসল ফলাবো না

গ. সার ব্যবহার করব ঘ. জমি বিক্রি করে দেব

উত্তর :গ. সার ব্যবহার করবো

৭. ধর তুমি পাহাড়ি এলাকায় বসবাস কর। তুমি নিচের কোন ফসলটি ফলাবে?

ক. চা খ. গম

গ. ধান ঘ. পাট

উত্তর :ক. চা

৮. বাংলাদেশের জন্য কৃষি খুবই গুরুত্ব বহন করে। তাই অধিক খাদ্য উৎপাদনের জন্য আমাদের কী করা উচিত?

ক. অধিক জমি চাষ খ. অধিক সারের ব্যবহার

গ. উন্নত প্রযুক্তির ব্যবহার ঘ. বিভিন্ন প্রকার শস্যের চাষ

উত্তর :গ. উন্নত প্রযুক্তির ব্যবহার

৯. শিল্পকারখানা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা-

ক. কৃষির চেয়ে ভালো খ. কর্মসংস্থান সৃষ্টি করে

গ. কৃষির চেয়ে নোংরা ঘ. কৃষির চেয়ে লাভজনক

উত্তর :খ. কর্মসংস্থান সৃষ্টি করে

১০. বাংলাদেশের পোশাক শ্রমিকদের জীবনযাত্রার মান খুবই নিম্ন আমরা তাদের জীবন যাত্রার মান উন্নত করতে পারি-

ক. বেতন বাড়িয়ে খ. ভালো খাবার দিয়ে

গ. উপদেশ দিয়ে ঘ. ভালো কাপড় দিয়ে

উত্তর :ক. বেতন বাড়িয়ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে