বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩০ শিক্ষার্থী

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে 'মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি' এবং ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে 'প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ বৃত্তি' প্রদান করা হয়েছে। বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় চারটি বিভাগের শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল উপাচার্য কার্যালয়সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. আব্দুস ছামাদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সীমা জামান, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে