বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

জবিতে বর্ষবরণ উৎসব পালিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
জবিতে বর্ষবরণ উৎসব পালিত

জগন্নাথ বিশ্বাবদ্যালয়ে (জবি) মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 'বাংলা নববর্ষ ১৪৩১' পালিত হয়েছে। ঈদ উপলক্ষে ছুটির কারণে ১৪ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পহেলা বৈশাখ পালন করা হয়। এদিন বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে সকাল সাড়ে ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে যায়।

শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সাংস্কৃতিক সংগঠনগুলো

অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে