রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

১১৯. কোন আইনে বিবাহকে স্বামী-স্ত্রীর মধ্যে একটি চুক্তি হিসেবে গণ্য করা হয়?

ক) বাল্যবিবাহ নিরোধ আইনে

খ) মুসলিম পারিবারিক আইনে

গ) বিবাহ বিচ্ছেদ আইনে

ঘ) মুসলিম শরিয়ত আইনে

উত্তর :খ) মুসলিম পারিবারিক আইনে

১২০. আমাদের দেশে বর্তমানে ছেলেদের বিবাহের বয়স কত বছর?

ক) ১৮ বছর খ) ২১ বছর

গ) ২২ বছর ঘ) ২৩ বছর

উত্তর :খ) ২১ বছর

১২১. আমাদের দেশে বর্তমান মেয়েদের বিবাহের বয়স কত বছর?

ক) ১৬ বছর খ) ১৮ বছর

গ) ২০ বছর ঘ) ২১ বছর

উত্তর :খ) ১৮ বছর

১২২. মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যদি কোনো স্বামী তালাক নিতে চায় তাহলে এক্ষেত্রে কত দিনের সময় দিতে হয়?

ক) ৬০ দিনের খ) ৭০ দিনের

গ) ৮০ দিনের ঘ) ৯০ দিনের

উত্তর : ঘ) ৯০ দিনের

১২৩. মুসলিম পারিবারিক আইন কোন বিবাহকে রোধ করার চেষ্টা করেছে?

ক) এক বিবাহকে খ) বহু বিবাহকে

গ) বাল্যবিবাহকে

ঘ) বিধবা বিবাহকে

উত্তর :খ) বহু বিবাহকে

নিচের উদ্দীপকটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৯৬১ সালে একটি আইন তৈরি করা হয়- যা মুসলিম নারীদের মুসলিম পারিবারিক আইন অধিকার রক্ষায় সদা জাগ্রত।

১২৪. উদ্দীপকে কোন আইনটির কথা বলা হয়েছে?

ক) যৌতুক নিরোধ আইন

খ) নারী ও শিশু নির্যাতন আইন

গ) সমাজকল্যাণমূলক আইন

ঘ) মুসলিম পারিবারিক আইন

উত্তর :ঘ) মুসলিম পারিবারিক আইন

১২৫. উক্ত আইনে বিবাহ সম্পর্কে যা বলা হয়েছে-

র. বিবাহে মেয়ের মতামতের প্রাধান্য প্রদান

রর. দ্বিতীয় বিবাহে স্ত্রীর অনুমতি

ররর. স্ত্রীর দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

১২৬. কার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন উপায়ে সুবিধার হয়ে থাকে?

ক) সমাজকর্মীর

খ) রাজনীতিবিদের

গ) শ্রমিকের

ঘ) কৃষকের

উত্তর : ক) সমাজকর্মীর

১২৭. আধুনিক বিশ্বের প্রতিটি দেশের জন্যই কী গুরুত্বপূর্ণ প্রত্যয়?

ক) সামাজিক কার্যক্রম

খ) সামাজিক আইন

গ) সামাজিক সংস্কার

ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর :খ) সামাজিক আইন

১২৮. মুসলিম পারিবারিক আইনে ছেলেমেয়েদের বিবাহের বয়স ধার্য করে কোন বিবাহ রোধ করা হয়েছে?

ক) একক বিবাহ খ) গোপন বিবাহ

গ) বাল্যবিবাহ ঘ) বহু বিবাহ

উত্তর :ঘ) বহু বিবাহ

১২৯. কোন আইনে পারিবারিক ভাঙনকে রোধ করে সুস্থ জীবনরক্ষা করার চেষ্টা করা হয়েছে?

ক) মুসলিম পারিবারিক আইনে

খ) মুসলিম শরিয়ত আইনে

গ) যৌতুক নিরোধ আইনে

ঘ) নারী ও শিশু নির্যাতন আইনে

উত্তর :ক) মুসলিম পারিবারিক আইনে

১৩০. মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১-এর বৈশিষ্ট্য-

র. শিশুকল্যাণমূলক আইন

রর. নারী কল্যাণমূলক আইন

ররর. সামাজিক নিরাপত্তামূলক আইন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩১ থেকে ১৩২নং প্রশ্নের উত্তর দাও :

মলি ও রাজু দুজন ভালোবেসে বিবাহ করে। দুই বছর পর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য না হওয়ায় উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় তারা এর সমাধান চায়।

১৩১. মলি এবং রাজুর মধ্যকার বিরোধ মীমাংসা কোন আইনে সম্ভব?

ক) যৌতুক নিরোধ আইন খ) শিশু আইন

গ) নারী নির্যাতন আইন ঘ) মুসলিম পারিবারিক আইন

উত্তর : ঘ) মুসলিম পারিবারিক আইন

১৩২. ঐ আদালত তাদের মীমাংসা করবে-

র. দাম্পত্য সম্পর্ক

রর. বিবাহ ভঙ্গ

ররর. পুত্রের অভিভাবকত্ব

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) রর ও ররর

বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

১. কত সালে সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে সরকারি সমাজসেবা কর্মসূচির সূত্রপাত হয়?

ক) ১৯৪১ সালে খ) ১৯৪২ সালে

গ) ১৯৪৩ সালে ঘ) ১৯৪০ সালে

উত্তর :গ) ১৯৪৩ সালে

২. পাকিস্তান সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ বিশেষজ্ঞ দল কত সালে ঢাকায় আগমন করে?

ক) ১৯৫২ সালে খ) ১৯৫৩ সালে

গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : ক) ১৯৫২ সালে

৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা কর্মসূচি চালু করা হয় কত সালে?

ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৬ সালে

গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৫৮ সালে

উত্তর : ঘ) ১৯৫৮ সালে

৪. সমাজকল্যাণ পরিষদ কখন গঠন করা হয়?

ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৬ সালে

গ) ১৯৫৭ সালে ঘ) ১৯৫৮ সালে

উত্তর : খ) ১৯৫৬ সালে

৫. কত সালে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয়?

ক) ১৯৭০ সালে খ) ১৯৭৪ সালে

গ) ১৯৭৮ সালে ঘ) ১৯৮২ সালে

উত্তর :খ) ১৯৭৪ সালে

৬. সাংবিধানিকভাবে সমাজসেবা প্রদানের নির্দেশনা কীসের মূলনীতি?

ক) সমাজকর্মের খ) সমাজসেবার

গ) সমাজবিজ্ঞানের ঘ) সমাজকল্যাণের

উত্তর :খ) সমাজসেবার

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে