শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৩ মে ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

৬২. সমষ্টি উন্নয়নের পূর্বশর্ত কী?

ক) উন্নত অবকাঠামো খ) সুষ্ঠু বিনিয়োগ

গ) সংগঠিত জনসমষ্টি ঘ) আধুনিক কর্মপরিকল্পনা

উত্তর :গ) সংগঠিত জনসমষ্টি

৬৩. গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কোন পদ্ধতির প্রয়োগ পরিলক্ষিত হয়?

ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম

গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সহায়ক সমাজকর্ম

উত্তর :খ) দল সমাজকর্ম

৬৪. ঢাকা প্রজেক্ট প্রথম কত সালে চালু করা হয়?

ক) ১৯৫২ সালে খ) ১৯৫৭ সালে

গ) ১৯৫৪ সালে ঘ) ১৯৫৮ সালে

উত্তর :গ) ১৯৫৪ সালে

৬৫. শহর সমাজসেবা কার্যক্রম-

ক) ব্যক্তিকেন্দ্রিক খ) দলকেন্দ্রিক

গ) সমষ্টিকেন্দ্রিক ঘ) আত্মকেন্দ্রিক

উত্তর :গ) সমষ্টিকেন্দ্রিক

৬৬. বাংলাদেশে সমষ্টিকেন্দ্রিক সমাজকর্ম অনুশীলনের সূচনা হয় কীভাবে?

ক) গ্রাম উন্নয়ন কর্মসূচির মাধ্যমে

খ) শহর সমাজ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে

গ) ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে

ঘ) দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে

উত্তর : খ) শহর সমাজ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে

নিচের উদ্দীপকটি পড়ে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও :

গ্রামাঞ্চলের দরিদ্র কর্মহীন লোকজনের ভাগ্য উন্নয়ন এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ১৯৭৪ সালে একটি সরকারি কর্মসূচি চালু হয়। এর মাধ্যমে ভূমিহীন ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর সাংগঠনিক প্রতিভা, নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতার বিকাশ সাধনের চেষ্টা করা হয়।

৬৭. উদ্দীপকে উলিস্নখিত কর্মসূচিটির নাম কী?

ক) শহর সমাজসেবা

খ) গ্রামীণ সমাজসেবা

গ) হাসপাতাল সমাজসেবা

ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ

উত্তর :খ) গ্রামীণ সমাজসেবা

৬৮. উক্ত সমাজসেবা প্রকল্প যেসব কার্যক্রম পরিচালনা করে তা হলো-

র. বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

রর. সুদমুক্ত ঋণ দান

ররর. চিত্তবিনোদনমূলক কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৬৯. বাংলাদেশে সর্বপ্রথম সমাজকর্মের বাস্তব প্রয়োগ ঘটে কোন পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে?

ক) ঢাকা প্রজেক্ট খ) হাসপাতাল সমাজসেবা

গ) ভি-এইড ঘ) কারিগরি সহায়তা কর্মসূচি

উত্তর :ক) ঢাকা প্রজেক্ট

৭০. শহর সমাজসেবার আওতায় প্রশিক্ষণ গ্রহণকালে প্রশিক্ষণার্থীদের কী প্রদান করা হয়ে থাকে?

ক) বৃত্তি খ) সনদপত্র

গ) খাদ্য ঘ) বস্ত্র

উত্তর : ক) বৃত্তি

৭১. শহরে বসবাস করে এমন দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উনয়ন করতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণকারী হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) গ্রামীণ সমাজসেবা

খ) কাবিখা প্রকল্প

গ) ভিজিএফ ও ভিজিডি কর্মসূচি

ঘ) শহর সমাজসেবা

উত্তর :ঘ) শহর সমাজসেবা

৭২. সামাজিক বন্ধনকে সুদৃঢ় করা এবং কর্মোদ্যম ও মানসিক বিকাশ বৃদ্ধি করতে কীসের বিকল্প নেই?

কা) ভ্রমণের খ) টেলিভিশনের

গ) পার্কের ঘ) চিত্তবিনোদনের

উত্তর :ঘ) চিত্তবিনোদনের

৭৩. ১৯৫৫ সালে কীভাবে শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয়?

ক) পরিকল্পিতভাবে খ) পরীক্ষামূলকভাবে

গ) অপরিকল্পিতভাবে ঘ) নিয়মতান্ত্রিকভাবে

উত্তর : খ) পরীক্ষামূলকভাবে

৭৪. শহর সমাজসেবা কর্মসূচির একটি উলেস্নখযোগ্য দিক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক) ঘূর্ণায়মান অনুদান খ) সুদমুক্ত ঋণ প্রদান

গ) শিক্ষা বিষয়ক কার্যক্রম ঘ) প্রশিক্ষণ প্রদান

উত্তর : গ) শিক্ষা বিষয়ক কার্যক্রম

৭৫. বস্তি কোন এলাকার সমস্যা হিসেবে অধিক যুক্তিযুক্ত?

ক) গ্রাম খ) মহলস্না

গ) মফস্বল ঘ) শহর

উত্তর :ঘ) শহর

৭৬. বস্তি এলাকার মানুষকে স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) গ্রামীণ সমাজসেবা কার্যক্রম

খ) শহর সমাজসেবা কার্যক্রম

গ) শিক্ষা বিষয়ক কার্যক্রম

ঘ) শিশু কল্যাণ কার্যক্রম

উত্তর : খ) শহর সমাজসেবা কার্যক্রম

৭৭. স্বাধীনতা-উত্তর শহরের সমস্যা প্রকট আকার ধারণ করার বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়?

ক) দুর্নীতি খ) মাদকাসক্তি

গ) গ্রামে স্থানান্তর ঘ) শহরে স্থানান্তর

উত্তর :ঘ) শহরে স্থানান্তর

৭৮. শহর সমাজসেবায় বিনোদনমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো-

র. রাস্তাঘাট নির্মাণ করা

রর. ক্লাব ও পাঠাগার স্থাপন করা

ররর. খেলার মাঠ ও পার্ক স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) রর ও ররর

৭৯. বাংলাদেশের শহরাঞ্চলের বিকাশ পরিকল্পিতভাবে না হওয়ার ফলে কোন সমস্যা বেড়েই চলছে?

ক) গ্রামীণ সমস্যা খ) যৌতুক সমস্যা

গ) শহর সমস্যা ঘ) প্রতিবন্ধী সমস্যা

উত্তর :গ) শহর সমস্যা

৮০. শহরাঞ্চলের সামাজিক সমস্যা সমাধানের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য কোন কার্যক্রম গ্রহণ করা হয়েছে?

ক) গ্রামীণ সমাজসেবা কার্যক্রম

খ) শহর সমাজসেবা কার্যক্রম

গ) মৌলিক সমাজসেবা কার্যক্রম

ঘ) সহায়ক সমাজসেবা কার্যক্রম

উত্তর : খ) শহর সমাজসেবা কার্যক্রম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সরকারি একটি প্রতিষ্ঠানের লক্ষ্য সমাজের অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণসাধন, সামাজিক নিরাপত্তা প্রদান এবং ক্ষমতায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন করা।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে