রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ জুলাই ২০২৪, ০০:০০
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ১৮:২১
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?

উত্তর :১৩৬তম

প্রশ্ন :'বেগম' পত্রিকার সম্পাদক কে?

উত্তর :সুফিয়া কামাল।

প্রশ্ন :'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?

উত্তর :প্রমথ চৌধুরী।

প্রশ্ন :বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কী বলা হয়?

উত্তর :স্পারসো।

প্রশ্ন :রাজনীতিবিদ হয়ে ও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কে?

উত্তর :উইনস্টন চার্চিল।

প্রশ্ন :কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়?

উত্তর :নিরাপত্তা পরিষদ।

প্রশ্ন :শালবন বিহার কোথায় অবস্থিত?

উত্তর :কুমিলস্নার ময়নামতি।

প্রশ্ন :কোন কবির মা-ও একজন কবি ছিলেন?

উত্তর :জীবনানন্দ দাশের।

প্রশ্ন :সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশের পুরুষ ও নারীর অনুপাত কত?

উত্তর :৯৮.৪ : ১০০।

প্রশ্ন : ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

উত্তর : নাগাল্যান্ড।

প্রশ্ন : ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-

উত্তর : অক্সিজেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল কবে উদ্বোধন করা হয়?

উত্তর : ২৮ অক্টোবর, ২০২৩।

প্রশ্ন : ব্রিটিশ প্রিন্স হ্যারির 'স্মৃতিকথা' গ্রন্থের নাম কী?

উত্তর : ঝঢ়ধৎব

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয়?

উত্তর : ১৩৭

প্রশ্ন : জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তর : মশা।

প্রশ্ন : কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না?

উত্তর : এ্যাটর্নি জেনারেল।

প্রশ্ন : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়?

উত্তর : ডুরাল্ড লাইন।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে মোট কয়টি তারকা আছে?

উত্তর : ৪টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে