মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
রং দেখে বৈশিষ্ট্য জানা

গ্রহ-নক্ষত্র

শিক্ষা জগৎ ডেস্ক
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
গ্রহ-নক্ষত্র
গ্রহ-নক্ষত্র

চাঁদে বায়ুমন্ডল নেই। তাই আকাশেরও রং নেই এখানে। অর্থাৎ চাঁদের মহাকাশের রং কালো। তাই বলে চাঁদকে তো আমরা কালো দেখি না। ভরা পূর্ণিমা চাঁদের রুপালি আগুনঝরা জোছনা জীবনানন্দ দাশকেও ব্যাকুল করেছিল। চাঁদের মাটিতে আছে ধূসর-রুপালি নুড়ি পাথর। তাই চাঁদের মাটি থেকে প্রতিফলিত হওয়া আলোকে আমরা এই রঙেই দেখি।

সূর্যের নিকটতম গ্রহ বুধের রং অনেকটা চাঁদের মতোই। কিন্তু বহুদিন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বুধ গ্রহের রং কেমন, তার স্পষ্ট প্রমাণ ছিল না। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বলে এর স্পষ্ট ছবি তোলা প্রায় অসম্ভব ছিল পৃথিবী থেকে। ১৯৭৩ সালে নাসা মেরিনার ১০ এবং ২০০৪ সালে মেসেঞ্জার নামে দুটি মহাকাশযান পাঠায় বুধ গ্রহের উদ্দেশে। এই যান দুটিই বুধ গ্রহের স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়। সেই ছবি দুটি থেকে নিশ্চিত হওয়া গেছে, বুধ গ্রহের রং কালচে ধূসর। বুধের হালকা বায়ুমন্ডল আছে। সেই বায়ুমন্ডল হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম দিয়ে তৈরি। কিন্তু বায়ুমন্ডল এত পাতলা, সেখানে ধূলিকণা নেই বললেই চলে। তাই কোনো আলোর বিচ্ছুরণ সেখানে ঘটে না। তাই নুড়ি পাথর, সামান্য কিছু নিকেল আর সিলিকা পাথর দিয়ে তৈরি বুধ গ্রহের পৃষ্ঠতলের রংটাকেই আমরা এর আসল রং হিসেবে দেখি। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্রের বায়ুমন্ডল কিন্তু অতটা পাতলা নয়। বরং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ও সালফার ডাইঅক্সাইড দিয়ে তৈরি বায়ুমন্ডলের সঙ্গে মিশে আছে সালফিউরিক অ্যাসিডের মেঘ। এতগুলো উপাদানের মিশ্রণ শুক্রের বায়ুমন্ডলকে হলদেটে ধূসর করে তুলেছে। এটাই আমরা দূর থেকে দেখতে পাই, শুক্রের পৃষ্ঠতলের রংটাকে নয়। কিন্তু কোনো মহাকাশযানে চড়ে যদি শুক্রের কক্ষপথে ভ্রমণ করেন, তাহলে এর রং দেখবেন চাঁদ কিংবা বুধ গ্রহের মতো। কারণ এর পৃষ্ঠতলও চাঁদ ও বুধের মতো কালচে ধূসর পাথরে তৈরি।

লাহিত মানে লাল। আর লোহিত শব্দটা এসেছে লোহা থেকে। তার মানে যেখানেই লোহার উপস্থিতি, সেখানেই লালের আধিক্য। আমাদের প্রিয় গ্রহ মঙ্গলের রং লাল। কারণ, এর মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড। তা ছাড়া এর বায়ুমন্ডলও খুব পাতলা। সেখানে সূর্যের আলোর কোনো বিচ্ছুরণ হয় না। তাই মঙ্গলের পৃষ্ঠতলের রংটিকেই আমরা দূর থেকে দেখতে পাই। লাল বলা হলেও এর আসল রং লালচে বাদামি, পুরোপুরি লাল নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে