সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তৌফিক সুলতান, শিক্ষক ঘাগটিয়া চালা মডেল হাইস্কুল, কাপাসিয়া, গাজীপুর
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীবের পরিবহণ

প্রশ্ন: প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?

উত্তর : এক্লামশিয়া

প্রশ্ন: হৃৎপিন্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?

উত্তর : অ্যানজিনা

প্রশ্ন: অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়?

উত্তর : দ্রাবক

প্রশ্ন: আমাদের রক্তে খউখ-এর শতকরা পরিমাণ কত?

উত্তর : ৭০ শতাংশ

প্রশ্ন: পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে খউখ-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮-৪.৫৩

প্রশ্ন: নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে খউখ-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮-৪.৫৩

প্রশ্ন: পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ঐউখ-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০-১.৪৫

প্রশ্ন: উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান ঈঙ? বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?

উত্তর : ব্যাপন

প্রশ্ন: পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ট্রাই গিস্নসারাইডের আদর্শ মান কত?

উত্তর : ০.৪৫-১.৮১

প্রশ্ন: কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলস্টেরল ব্যবহৃত হয়?

উত্তর : অ্যাডরেনাল

প্রশ্ন: মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়?

উত্তর : ২০-৩০

প্রশ্ন: অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে?

উত্তর : দ্রাবক

প্রশ্ন: কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়?

উত্তর : ঝঃৎবঢ়ঃড়পড়পপঁং

প্রশ্ন: হার্টবিট কী?

উত্তর : প্রতি মিনিটে যে সংখ্যক বার হৃৎপিন্ড সংকুচিত ও প্রসারিত হয় তাকে হার্টবিট বলে।

প্রশ্ন: নেফ্রন কী?

উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে।

প্রশ্ন: পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহণ করে কী?

উত্তর : ফ্লোয়েম

প্রশ্ন: কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

উত্তর : সূর্যালোক

সৃজনশীল প্রশ্নোত্তর

১. আরিফ সাহেব হঠাৎ বুকে অসহনীয় ব্যথা অনুভব করেন এবং প্রচন্ডভাবে ঘামতে থাকেন। তাঁর মনে হচ্ছিল, ব্যথা গলা ও বাঁ হাতে ছড়িয়ে যাচ্ছে। এরপর আরিফ সাহেব চিকিৎসকের শরণাপন্ন হলেন। চিকিৎসক তাঁকে কিছু পরামর্শ দিলেন।

ক) ব্যাপন কী?

ক) রক্তচাপ বলতে কী বোঝো?

গ) আরিফের সমস্যাটি কী? এর কারণ ব্যাখ্যা করো।

ঘ) হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের দেওয়া পরামর্শগুলো মূল্যায়ন করো।

উত্তর:

ক) যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন বলে।

খ) রক্ত প্রবাহের সময় ধমনির প্রাচীরে যে চাপের সৃষ্টি হয় তাকে রক্তচাপ বা বস্নাড প্রেসার বলে। রক্তচাপকে দুই ভাগে বিভক্ত করা যায়। যথা:

র. সিস্টোলিক প্রেসার : এর আদর্শ মান ১২০ মিলিমিটার বা এর নিচে।

রর. ডায়াস্টোলিক প্রেসার : এর আদর্শ মান ৮০ মিলিমিটার বা এর নিচে।

গ) উদ্দীপকে আলোচিত আরিফ সাহেবের সমস্যাটি হলো-হার্ট অ্যাটাক।

নিচে হার্ট অ্যাটাকের কারণ ব্যাখ্যা করা হলো:

আরিফ সাহেবের হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে দেহের ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, রক্তে গস্নুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন-অধিক তেলযুক্ত খাবার, ফাস্ট ফুড খাওয়া, অলস ইত্যাদি জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার ফলে আরিফ সাহেবের এ রোগ হয়। এ ছাড়া আরিফ সাহেবের উচ্চ রক্তচাপ, সর্বদা হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত ও বিমর্ষ থাকার কারণেও এ রোগ হতে পারে।

ঘ) উদ্দীপকে আরিফ সাহেবের রোগটি হলো হার্ট অ্যাটাক। হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসক আরিফ সাহেবকে ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা ও হাঁটা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, সবজি খাওয়া, ভাজা খাবার ও ফাস্ট ফুড পরিহার করার পরামর্শ দেন।

তাঁর এ রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে চিকিৎসকের দেওয়া ওষুধগুলো নিয়মিত খেতে হবে। পাশাপাশি সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন করতে হবে। তাঁকে চর্বিযুক্ত খাবার যেমন-ফাস্ট ফুড, খাসির মাংস, ভাজা খাবার, মসলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে; যাতে তাঁর শরীরে খারাপ কোলেস্টেরল খউখ বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপ সৃষ্টির মাধ্যমে ক্ষতি না হয়। সিগারেট, জর্দাসহ নানা রকম মাদক ও নেশাজাতীয় বস্তু হৃৎপিন্ডের মারাত্মক ক্ষতি করে। তাঁকে প্রতিদিন পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার অভ্যাস করতে হবে। তাহলে তাঁর শরীরে অতিরিক্ত চর্বি পরিশ্রমের ফলে কমে যাবে এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। তবে সব সময় দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং কোনো কাজে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। তাঁকে কাঁচা ফল ও শাকসবজি বেশি বেশি খেতে হবে। যেমন্তরসুন, তেঁতুল ও ভিটামিন 'সি'সমৃদ্ধ ফল। সুতরাং হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের পরামর্শ যথার্থ ছিল।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে