৪৮. উদ্দীপকের বিষয়টির যেসব বৈশিষ্ট্য বিদ্যমান-
র) রাষ্ট্রের গঠন কাঠামো
রর) সুসংগঠিত পদ্ধতি
ররর) সমস্যার বৈজ্ঞানিক সমাধান
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) ও র, রর ও ররর
উত্তর: খ) রর ও ররর
৪৯. উক্ত বিষয়টি শিক্ষার মাধ্যমে যেসব প্রয়োজন পূরণ হয়-
র) মানব সম্পদের বিকাশ
রর) সামাজিক ভূমিকা পালন
ররর) সম্পদের সদ্ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) ও র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
৫০. সমাজকর্মকে কেন মূল্যবোধ আশ্রিত পেশা বলা হয়?
ক) মূল্যবোধ অনুসরণ করে চলে বলে
খ) মূল্যবোধ সৃষ্টি করতে হয় বলে
গ) মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া হয় বলে
ঘ) মূল্যবোধের প্রচার করতে হয় বলে
উত্তর: ক) মূল্যবোধ অনুসরণ করে চলে বলে
৫১. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী এবং কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করে?
ক) প্রতিকার মূলক কার্যক্রম
খ) প্রতিরোধমূলক কার্যক্রম
গ) উনয়নমূলক কার্যক্রম
ঘ) সংশোধনমূলক কার্যক্রম
উত্তর: ঘ) সংশোধনমূলক কার্যক্রম
৫২. সমাজকর্ম কিরূপ সেবাকর্ম?
ক) সনাতন খ) অপেশাদার
গ) পেশাদার ঘ) ব্যক্তিকেন্দ্রিক
উত্তর: গ) পেশাদার
৫৩. সমাজকর্ম সমাজের কী নিয়ে আলোচনা করে?
ক) সমস্যা খ) উন্নয়ন
গ) পরিবেশ ঘ) খুঁটিনাটি বিষয়
উত্তর: ক) সমস্যা
৫৪. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে-
র) সমস্যার উৎস নির্ণয় করা হয়
রর) সমস্যার কারণ চিহ্নিত করা হয়
ররর) সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) ও র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
৫৫. অনেক শিক্ষিত ছেলে-মেয়ে চাকরি না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার মত পথ বেছে নিচ্ছে। এ সমস্যা পমোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে-
ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান
গ) মনোবিজ্ঞান ঘ) জনবিজ্ঞান
উত্তর: ক) সমাজকর্ম
৫৬. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূল ভিত্তি হলো-
ক) ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক
খ) সামাজিক মিথস্ক্রিয়া
গ) সামাজিক সম্পর্ক
ঘ) সামাজিক ভূমিকা
উত্তর: ক) ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক
৫৭. সমাজকর্মের 'ত্রিবিধ ভূমিকা' বলতে কী বোঝায়?
ক) প্রতিকার, প্রতিরোধ ও পরামর্শমূলক
খ) পরিচর্যা, প্রতিকার ও প্রতিরোধমূলক
গ) প্রতিকার, প্রতিরোধ ও পরিবর্তনমূলক
ঘ) প্রতিকার, প্রতিরোধ এবং উনয়নমূলক
উত্তর: ঘ) প্রতিকার, প্রতিরোধ এবং উনয়নমূলক
৫৮. সমাজকর্ম মানুষের যে দিকটির বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে তা হলো-
ক) শারীরিক শক্তি খ) দক্ষতা
গ) আচরণ ঘ) সুপ্ত প্রতিভা
উত্তর: ঘ) সুপ্ত প্রতিভা
৫৯. সমাজকর্মের উদ্ভব ঘটেছে-
র) সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে
রর) সামাজিক পরিবেশের সাথে মানুষের সামঞ্জস্য বিধানের লক্ষ্যে
ররর) মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) ও র, রর ও ররর
উত্তর: ক) র ও রর
৬০."ঝড়পরধষ ডড়ৎশ ঢ়ৎধপঃরপব: গড়ফবষ ধহফ গবঃযড়ফ' গ্রন্থটির রচয়িতা কে?
ক) ডধষঃবৎ অ.ঋৎরবফষধহফবৎ
খ) জবী অ.ংশরফসড়ৎব ধহফ গরষঃড়হ এ.ঞযধপশবৎু
গ) অহহব খ গরহধযধহ
ঘ) জড়নবৎঃ খ. ইধৎশবৎ
উত্তর: গ) অহহব খ গরহধযধহ
৬১. ওয়ার্নার বোহেমের মতে সমাজকর্মের লক্ষ্য কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৫ টি ঘ) ৬ টি
উত্তর: খ) ৩টি
৬২. ঘঅঝড-এর পূর্ণরূপ কী?
ক) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ
খ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডবষভধৎব
গ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশভধৎব
ঘ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং
উত্তর: ঘ) ঘধঃরড়হধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়পরধষ ডড়ৎশবৎং
৬৩. আধুনিক সমাজকর্ম কিসের উপর নির্ভরশীল?
ক) প্রথা খ) অবৈজ্ঞানিক পদ্ধতি
গ) বৈজ্ঞানিক পদ্ধতি ঘ) কুসংস্কার
উত্তর: গ) বৈজ্ঞানিক পদ্ধতি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়