শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বই পড়া

৬৭. বাজিকর যে খেলা দেখায় দর্শকের কাছে তা হলেও বাজিকরের কাছে কেমন?

ক. অত্যন্ত সহজ খ. দারুণ হৃদয়বিদারক

গ. ভয়ানক কষ্টকর ঘ. কিঞ্চিৎ কঠিন

উত্তর: গ. ভয়ানক কষ্টকর

৬৮. আমরা কাকে নিষ্কর্মা বলে গণ্য করি?

ক. কেউ স্বেচ্ছায় নোট পড়লে

খ. কেউ স্বেচ্ছায় নজির পড়লে

গ. কেউ স্বেচ্ছায় বই পড়লে

ঘ. কেউ স্বেচ্ছায় পত্রিকা পড়লে

উত্তর: গ. কেউ স্বেচ্ছায় বই পড়লে

৬৯. মনকে সন্তুষ্ট করে কোনটি?

ক. পেটের দায়ে করা কাজ

খ. বাধ্য হয়ে করা কাজ

গ. অন্যের করা কাজ

ঘ. স্বেচ্ছায় করা কাজ

উত্তর: ঘ. স্বেচ্ছায় করা কাজ

৭০. কিসের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না?

ক. মনের খ. উদরের

গ. মস্তিষ্কের ঘ. চোখের

উত্তর: খ. উদরের

৭১. প্রমথ চৌধুরীর মতে কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মার মৃতু্য ঘটে?

ক. উদরের খ. অর্থের

গ. মনের ঘ. স্বপ্নের

উত্তর: গ. মনের

৭২. যে জাতি নিরানন্দ সে জাতি তত কী?

ক. শক্তিশালী খ. সজীব

গ. নির্জীব ঘ. অলস

উত্তর: গ. নির্জীব

৭৩. কাব্যামৃতে আমাদের অরুচি ধরার জন্য প্রমথ চৌধুরী কোনটিকে দোষী করেছেন?

ক. ধর্মনীতিকে খ. শিক্ষাব্যবস্থাকে

গ. অর্থনীতিকে ঘ. বিজ্ঞানচর্চাকে

উত্তর: খ. শিক্ষাব্যবস্থাকে

৭৪. 'শৌখিন' শব্দটির অর্থ কী?

ক. অভিজাত খ. বিত্তশালী

গ. রুচিবান ঘ. ধীরস্থির

উত্তর: গ. রুচিবান

৭৫. আহ্লাদে হাত ওঠানোকে এককথায় কী বলে?

ক. বাহুবল খ. উদ্বাহু

গ উদ্বোধন ঘ. আনন্দবাহু

উত্তর: খ. উদ্বাহু

৭৬. 'ডেমোক্রেস্থি শব্দটির অর্থ কী?

ক. গণতন্ত্র খ. স্বৈরতন্ত্র

গ. রাজতন্ত্র ঘ. সমাজতন্ত্র

উত্তর: ক. গণতন্ত্র

৭৭. কোনটি গ্রিসের রাজধানী?

ক. এডিনবরা খ. এথেন্স

গ. লন্ডন ঘ. লিসবন

উত্তর: খ. এথেন্স

৭৮. 'বই পড়া' প্রবন্ধে নিচের কোন পৌরাণিক চরিত্রের কথা উলেস্নখ করা হয়েছে?

ক. ইন্দ্র খ.সীতা গ. কর্ণ ঘ. হনুমান

উত্তর: গ. কর্ণ

৭৯. কর্ণ কার পুত্র?

ক. সীতার খ. কুন্তীর

গ. সূর্পনখার ঘ. লক্ষ্মীর

উত্তর: খ. কুন্তীর

৮০. কর্ণ কিসের জন্য প্রবাদতুল্য?

ক. শিক্ষার জন্য খ. দানের জন্য

গ. দেশপ্রেমের জন্য ঘ. সত্যবাদিতার জন্য

উত্তর: খ. দানের জন্য

৮১. কিসের বার্ষিক সভায় 'বই পড়া' প্রবন্ধটি পঠিত হয়েছিল?

ক. একটি হাসপাতালের

খ. একটি স্কুলের

গ. একটি জাদুঘরের

ঘ. একটি লাইব্রেরির

উত্তর: ঘ. একটি লাইব্রেরির

৮২. প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনটি আবশ্যক বলে প্রমথ চৌধুরী মনে করেন?

ক. মুখস্থবিদ্যা খ. প্রাতিষ্ঠানিক শিক্ষা

গ. সাহিত্যচর্চা ঘ. ডেমোক্রেসি

উত্তর: গ. সাহিত্যচর্চা

৮৩. প্রমথ চৌধুরী শখ হিসেবে বই পড়তে পরামর্শ দেন না-

র. সেই পরামর্শ অযৌক্তিক বলে

রর. সেই পরামর্শে কেউ কান দেবে না বলে

ররর. আগ্রহের ঘাটতি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ওররর

উত্তর: গ. রর ও ররর

৮৪. সাধারণ মানুষের আগ্রহ নেই-

র. সাহিত্যের রস উপভোগে

রর. শিক্ষার ফল লাভে

ররর. লাইব্রেরিমুখী হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ওররর

উত্তর: খ. র ও ররর

৮৫. শিক্ষার ফলাফল হিসেবে আমরা চাই, শিক্ষা আমাদের-

র. গায়ের জ্বালা দূর করুক

রর. মনকে সরাগ ও সতেজ

ররর. চোখের জল দূর করুক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ওররর

উত্তর: খ. র ও ররর

৮৬. 'বই পড়া' প্রবন্ধের উদ্দেশ্য-

র. স্বেছায় বই পড়ার ব্যাপারে উৎসাহিত করা

রর. শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনে ভূমিকা রাখা

ররর. সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ওররর

উত্তর: ঘ. র, রর ও ররর

\হ

বঙ্গবাণী

১. আবদুল হাকিম কোন শতকের কবি?

ক. পঞ্চদশ খ.সপ্তদশ

গ. যষ্ঠদশ ঘ. অষ্টাদশ

উত্তর: খ.সপ্তদশ

২. বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্বন্ধে কবির অভিমত কী?

ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না

খ. তারা মানুষ নামের পরিচয় দানের অযোগ্য

গ. তারা অকৃতজ্ঞতারাই পরিচয় দেয়

ঘ. তারা নীচ ও হীন জীবনযাপন করে।

উত্তর: ক. তাদের জন্ম পরিচয় ঠিক করা যায় না

৩. দেশী ভাষায় কাব্য রচনা করার পিছনে কবির যুক্তি কী?

ক. সাধারণ মানুষের উপকার

খ. দেশী ভাষায় দক্ষতা অর্জন

গ. দেশী ভাষার প্রতি ভালোভাসা

ঘ. দেশী ভাষা সকলের বোধগম্য

উত্তর: ক. সাধারণ মানুষের উপকার

৪. কবির কাব্য রচনার উদ্দেশ্য কী?

ক. সাধারণ মানুষের তুষ্টি

খ. রাজকর্মচারীদের তুষ্ট করা

গ. শিক্ষিত জনকে আনন্দ দান

ঘ. আত্মপ্রাচার করা

উত্তর: ক. সাধারণ মানুষের তুষ্টি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে