শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নিটোরের ভর্তি আবেদন শুরু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিটোরের ভর্তি আবেদন শুরু
নিটোরের ভর্তি আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আবুল কেনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রম্নয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ ২৪ এপ্রিল শুরু হবে। চলবে ১ মে পর্যন্ত। এরপর আগামী ২ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উপজাতি প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। আলাদাভাবে নূ্যনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। যেসব প্রার্থী ২০২১ সালের আগে এসএসসি ও ২০২৩ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে