শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৪ সালে খ. ১৮৮৪ সালে

গ. ১৮৯৪ সালে ঘ. ১৯০৪ সালে

উত্তর: গ. ১৮৯৪ সালে

১৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়?

ক. চব্বিশ পরগণা খ. মেদিনীপুর

গ. হুগলি ঘ. নদীয়া

উত্তর: ক. চব্বিশ পরগণা

১৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?

ক. পথের পাঁচালী খ. অপরাজিত

গ. ইছামতি ঘ. আরণ্যক

উত্তর: গ. ইছামতি

১৬. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?

ক. মেঘমলস্নার খ. মৌরীফুল

গ. যাত্রাবদল ঘ. দৃষ্টিপ্রদীপ

উত্তর: ঘ. দৃষ্টিপ্রদীপ

১৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়া চরিত্রের মাঝে প্রকাশ পেয়েছে-

র. লোভী নারীর চাল-চরিত্র

রর. পলিস্নমায়ের শাশ্বত রূপ

ররর. সন্তানদের প্রতি মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

১৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৫০ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৫৪ সালে ঘ. ১৯৫৬ সালে

উত্তর: ক. ১৯৫০ সালে

১৯. হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করছিল?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকেলে ঘ. সন্ধ্যায়

উত্তর: ক. সকালে

২০. 'আম-আঁটির ভেঁপু' গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কী?

ক. তপু খ. অপু

গ. বিধু ঘ. তিনু

উত্তর: খ. অপু

২১. 'আম-আঁটির ভেঁপু' গল্পে ডালা ভাঙা টিনের বাক্সটি কার?

ক. দুর্গার খ. অপুর

গ. হরিহরের ঘ. সর্বজয়ার

উত্তর: খ. অপুর

২২. অপু তার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি উপুড় করে মেঝেতে ঢেলেছে কেন?

ক. রাগ করে

খ. খেলা করার জন্য

গ. নতুন বাক্সে রাখার জন্য

ঘ. নতুন করে সাজানোর জন্য

উত্তর: খ. খেলা করার জন্য

২৩. অপু তার কড়িগুলো কীভাবে পেয়েছিল?

ক. বাবা বাজার থেকে কিনে দিয়েছিল

খ. দুর্গামেলা থেকে এনে দিয়েছিল

গ. লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে

ঘ. মা এনে দিয়েছিল

উত্তর: গ. লক্ষ্মীপূজার কড়ির চুপড়ি থেকে খুলে

২৪. অপুকে শুকনো নাটাফল কে এনে দিয়েছে?

ক. হরিহর খ. সর্বজয়া

গ. দুর্গা ঘ. পটলি

উত্তর: গ. দুর্গা

২৫. 'আম-আঁটির ভেঁপু' গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যর্থ বলে অপুর মনে হয়?

ক. কড়ি খ. নাটাফল

গ. খাপরার কুচি ঘ. খেলনা পিস্তলের গুলি

উত্তর: গ. খাপরার কুচি

২৬. অপু বারান্দায় বসে খেলার সময় উঠানের কাঁঠালতলা থেকে কে তাকে ডাক দেয়?

ক. দুর্গা খ. হরিহর

গ. সর্বজয়া ঘ. পটলি

উত্তর: ক. দুর্গা

২৭. 'আম-আঁটির ভেঁপু' গল্পে দুর্গার হাতে কিসের চুড়ি ছিল?

ক. সোনার খ. রুপার

গ. পিতলের ঘ. কাচের

উত্তর: ঘ. কাচের

২৮. দুর্গার নারিকেলের মালায় কী ছিল?

ক. কচি আম খ. নাটাফল

গ. পাকা আম ঘ. পাকা লিচু

উত্তর: ক. কচি আম

২৯. অপু বাসি কাপড়ে তেলের ভাঁড় ছুঁতে চায় না কেন?

ক. মায়ের ভয়ে খ. বাবার ভয়ে

গ. অমঙ্গল হবে ভেবে ঘ. দুর্গার ভয়ে

উত্তর: ক. মায়ের ভয়ে

৩০. দুর্গাদের বাড়ি থেকে ভুবন মুখুয্যের বাড়ি কয় মিনিটের পথ?

ক. দুই মিনিটের খ. তিন মিনিটের

গ. চার মিনিটের ঘ. পাঁচ মিনিটের

উত্তর: ঘ. পাঁচ মিনিটের

৩১. দুর্গাদের বাড়ির পাশের জঙ্গলাবৃত ভিটাটি কার?

ক. ভুবন মুখুয্যের খ. নীলমণি রায়ের

গ. স্বর্ণ গোয়ালিনীর ঘ. অন্নদা রায়ের

উত্তর: খ. নীলমণি রায়ের

৩২. দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল?

ক. নীলমণি রায়ের বাড়ি

খ. ভুবন মুখুয্যের বাড়ি

গ. ঘাটে ক্ষার কাচতে

ঘ. দোকানে তেল নুন কিনতে

উত্তর: গ. ঘাটে ক্ষার কাচতে

৩৩. হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল?

ক. সকালে খ. দুপুরের পর

গ. সন্ধ্যার পর ঘ. রাতে

উত্তর: খ. দুপুরের পর

৩৪. দুপুরের পর অপু কী করছিল?

ক. রোয়াকে খেলছিল

খ. আম কুড়াতে গিয়েছিল

গ. ঘুমাচ্ছিল

ঘ. সর্বজয়ার কাছে বসেছিল

উত্তর: গ. ঘুমাচ্ছিল

৩৫. হরিহর দশঘরার মাতবর লোকটার বাড়িতে কয়টা গোলার কথা বলে?

ক. পাঁচ-ছয়টা খ. সাত-আটটা

গ. নয়-দশটা ঘ. এগারো-বারোটা

উত্তর: ক. পাঁচ-ছয়টা

৩৬. দশঘরার মাতবর লোকটি কোন জাতের?

ক. ব্রাহ্মণ খ. কায়স্থ

গ. ক্ষত্রিয় ঘ. সদগোপ

উত্তর: সদগোপ

৩৭. হরিহর অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়?

ক. পাঁচ টাকা খ. ছয় টাকা

গ. সাত টাকা ঘ. আট টাকা

উত্তর: ঘ. আট টাকা

৩৮. সর্বজয়া সেজ ঠাকরুণের কাছ থেকে কত মাস আগে টাকা ধার নিয়েছিল?

ক. তিন মাস খ. চার মাস

গ. পাঁচ মাস ঘ. ছয় মাস

উত্তর: গ. পাঁচ মাস

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে