শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
জবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ
জবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে '১ম বিপস্নবোত্তর বিতর্ক যুদ্ধ-২০২৫' শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. রইছ উদ্দিন ২১ জানুয়ারি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিতর্কের ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ২৪টি দলের মধ্যে ১৮ জানুয়ারি দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের সভাপতি নাইমা আক্তার রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ড. মো. রেজাউল করিম বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নুরুলস্নাহ, এডিসিএল আইটির ম্যানেজিং ডিরেক্টর আদনান আল-আমিন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে