শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঢাবিতে গবেষণা সম্মাননা প্রদান

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঢাবিতে গবেষণা সম্মাননা প্রদান
ঢাবিতে গবেষণা সম্মাননা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়েছে। ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০ জানুয়ারি এ শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়। এতে ইনস্টিটিউটের অ্যালামনাইরা অর্থায়ন করে। লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব উপস্থিত ছিলেন। অ্যালামনাইদের পক্ষে বক্তব্য দেন তারিকুল ইসলাম খান।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও গবেষকদের অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে