১৯. কোন সংক্রামক রোগটি ব্যতিক্রম বলে তুমি মনে কর?
ক. ফ্লু খ. ইবোলা
গ. হাম ঘ. এইডস
উত্তর: ঘ. এইডস
২০. একটি প্রাচীন ও ভুল ধারণা প্রচলিত আছে যে, "যার হয় যক্ষা, তার নেই রক্ষা।" এই রোগটি কোন ধরনের রোগ?
ক. ছোঁয়াচে রোগ
খ. পানিবাহিত রোগ
গ. বায়ুবাহিত রোগ
ঘ. প্রাণী ও পোকামাকড়বাহিত রোগ
উত্তর:গ. বায়ুবাহিত রোগ
২১. তুমি তোমার মামাবাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পেলে, তোমার মামাত ভাইবোনরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত। তুমি তোমার মামাকে কী পরামর্শ দিবে?
ক. হাঁচি-কাশির সময় রুমাল ব্যবহার করতে
খ. ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে
গ. স্বাস্থ্যকর খাবার খেতে
ঘ. বাড়ির পাশের জমে থাকা পানি পরিষ্কার করতে
উত্তর:গ. স্বাস্থ্যকর খাবার খেতে
২২. পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে হলে, আমাদেরকে কী করতে হবে?
ক. নিরাপদ পানি ব্যবহার
খ. নির্মল বায়ু ব্যবহার
গ. সুষম খাদ্য গ্রহণ
ঘ. পরিমিত খাদ্য গ্রহণ
উত্তর: ক. নিরাপদ পানি ব্যবহার
২৩. তোমাদের এলাকায় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানির খ. বায়ুর
গ. খাদ্যের ঘ. সংস্পর্শে
উত্তর:ঘ. সংস্পর্শে
২৪. যদি কখনো তোমার ডেঙ্গুজ্বর হয়, তাহলে তোমার কী করা উচিত?
ক. বাচ্চাদের সাথে খেলাধুলা করা
খ. দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা
গ. কম ঘুমানো
ঘ. ঠিকমতো খাবার খাওয়া
উত্তর:ঘ. ঠিকমতো খাবার খাওয়া
২৫. নিরাপদ পানি পান না করলে বিভিন্ন রোগ হয়। নিচের কোনটি এ ধরনের রোগ?
ক. ডায়রিয়া খ. সোয়াইন ফ্লু
গ. বাতজ্বর ঘ. পাঁচড়া
উত্তর:ক. ডায়রিয়া
২৬. রবিনের হাম হয়েছে। কিছুদিন পর রকি সুস্থ হতে না হতেই তার ছোট ভাইয়েরও হাম দেখা দিল। রবিন কোন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত?
ক. ছোঁয়াচে খ. বায়ুবাহিত
গ. পানিবাহিত ঘ. পোকামাকড়বাহিত
উত্তর:খ. বায়ুবাহিত
২৭. তোমার পরিবারের কোন সদস্য সংক্রামক রোগে আক্রান্ত হলো। রোগটি প্রতিরোধে তুমি কী পদক্ষেপ নেবে?
ক. চারপাশ জীবাণুমুক্ত রাখবে
খ. রোগীর সাথে থাকবে
গ. খাবার কম খাবে
ঘ. দরজা বন্ধ রাখবে
উত্তর:ক. চারপাশ জীবাণুমুক্ত রাখবে
২৮. একটি বিশেষ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এলাকাবাসী কুকুর নিধনের ব্যবস্থা নিয়েছে। রোগটির নাম কী?
ক. ডেঙ্গু খ. ফ্লু
গ. টাইফয়েড ঘ. জলাতঙ্ক
উত্তর: ঘ. জলাতঙ্ক
২৯. মুন্নিদের বাড়ির আঙ্গিনায় কয়েকটি টবে পানি জমে আছে। এতে কোন রোগ ছড়াতে পারে?
ক. গুটি বসন্ত খ. হাম
গ. টাইফয়েড ঘ. ডেঙ্গু
উত্তর:ঘ. ডেঙ্গু
৩০. অমিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এ রোগ প্রতিকারে সে কী করবে?
ক. নিরাপদ পানি পান করবে
খ. ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবে
গ. নিয়মিত ব্যায়াম
ঘ. ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করবে
উত্তর:খ. ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবে
৩১. হাম এর মতো করে নিম্নের কোন রোগের জীবাণু ছড়ায়?
ক. ইনফ্লুয়েঞ্জা খ. ডায়রিয়া
গ. জন্ডিস ঘ. আমাশয়
উত্তর:ক. ইনফ্লুয়েঞ্জা
৩২. তুমি রোগাক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত বিশ্রাম ও ঔষধ সেবনের ফলে সেরে উঠলে। এটাকে কী বলে?
ক. রোগের প্রতিকার খ. রোগের প্রতিরোধ
গ. রোগের বিস্তার রোধ ঘ. রোগের সংক্রমণ
উত্তর:ক. রোগের প্রতিকার
৩৩. বায়ুবাহিত রোগ কোনটি?
ক. হাম খ. ডায়রিয়া
গ. কলেরা ঘ. ডায়াবেটিস
উত্তর: ক. হাম
৩৪. নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
\হক. নাক দিয়ে পানি পড়বে
\হখ. ক্ষুধা বৃদ্ধি পাবে
\হগ. শরীরে ঘাম হবে
\হঘ. চুলকানি হবে
\হউত্তর:ক. নাক দিয়ে পানি পড়বে
৩৫. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
\হক. সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়
\হখ. পড়ালেখায় অধিক মনোযোগী হয়
\হগ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
\হঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
\হউত্তর: ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৩৬. নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
ক. হাম খ. ডায়রিয়া
গ. কলেরা ঘ. জলাতঙ্ক
উত্তর: ক. হাম
৩৭. ম্যালেরিয়া কিসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ. বায়ু
গ. মশা ঘ. কুকুর
উত্তর:গ. মশা
৩৮. নিচের কোনটি ছোঁয়াচে রোগ?
ক. ইবোলা খ. কলেরা
গ. আমাশয় ঘ. জলাতঙ্ক
উত্তর: ক. ইবোলা
৩৯. পানিবাহিত রোগ কোনটি?
ক. গুটি বসন্ত খ. টাইফয়েড
গ. ডেঙ্গু ঘ. এইডস
উত্তর: খ. টাইফয়েড
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়