নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০ জন শিক্ষক প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে মোট ১৬ লাখ ৬৫ হাজার টাকা অনুদান পাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে ৫ মার্চ এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পে নোবিপ্রবির ১১টি বিভাগের ২০ জন শিক্ষক এ অনুদান পাচ্ছেন। শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ অনুদানের জন্য তাদের বাছাই করা হয়েছে। অনুদানের জন্য নির্বাচিত শিক্ষকদের মধ্যে কৃষি ও পরিবেশ ক্যাটাগরিতে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ছয়জন, জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা ক্যাটাগরিতে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা পাচ্ছে ১০ জন। এছাড়া, ফলিত বিজ্ঞান ও প্রকৌশলী ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা পাচ্ছেন ১ জন এবং ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে মোট ২ লাখ ১০ হাজার টাকা পাচ্ছেন তিনজন।