logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৫ আশ্বিন ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ১০ আগস্ট ২০২০, ০০:০০  

করোনামুক্ত হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি

করোনামুক্ত হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি
গোলাম কুদ্দুছ
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ২১ দিন ভুগেন। তার সঙ্গে তার স্ত্রী মরিয়ম নাসরিনও এই ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। দীর্ঘ ২১ দিন পরে করোনামুক্ত হলেন এই দম্পতি।

বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন গোলাম কুদ্দুছ। পোস্টে তিনি জানান, 'একুশ দিন ভোগার পর আমার স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে নেগেটিভ। তিনদিন আগে আমারও নেগেটিভ এসেছে। আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমরা দুজনই এখন করোনা নেগেটিভ। ১৪ দিন পর আরেকটা পরীক্ষা করাতে হবে। এ দুঃসময়ে যারা সর্বক্ষণ পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন এবং নানা উপদেশ দিয়েছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।'

তিনি আরও লিখেন, 'ঢাকাসহ সারাদেশে আমার অগ্রজ, অনুজ সংস্কৃতিকর্মীদের উদ্বেগ, আবেগ, শুভকামনা এবং ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। বিদেশ থেকে যে যে বন্ধুরা আমার সুস্থতা কামনা করে মেসেজ পাঠিয়েছেন, ফোন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।'

শরীরে জ্বর থাকায় গোলাম কুদ্দুছের করোনা টেস্ট করানো হয়। এতে তার করোনা পজিটিভ আসে। ফলে তার পরিবারের অন্য সদস্যদেরও টেস্ট করানো হয়। এতে তার স্ত্রীরও পজিটিভ আসে। তবে পরিবারের বাকি সদস্যদের রেজাল্ট নেগেটিভ আসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে