বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

আজ থেকে সেলিম আল দীন জন্মোৎসব

ম বিনোদন রিপোর্ট

নাট্যাচার্য সেলিম আল দীন'র ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮-১৯ আগস্ট অনুষ্ঠিত হবে এই আয়োজন। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৬তম এ আসরের স্স্নোগান- 'বিশ্বজয়ে বাংলা নাট্য আজ এগিয়ে যায়, ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন ধারায়'। উৎসবে ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ- সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক 'বাংলা নাট্যরীতি'তে নির্মিত স্বপ্নদলের 'হেলেন কেলার' ও 'ত্রিংশ শতাব্দী' মঞ্চায়ন ছাড়াও থাকছে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলা চত্বর সজ্জা প্রভৃতি। আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে স্বপ্নদলের নাটক 'হেলেন কেলার'। অপূর্ব কুমার কুন্ডুর রচনা ও জাহিদ রিপনের নির্দেশনায় এতে অভিনয় করবেন জুয়েনা শবনম। নাট্য মঞ্চায়নের পূর্বে নাট্যাচার্যকে নিয়ে প্রামাণ্যচিত্র 'অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা' প্রদর্শিত হবে। সকাল ১০টায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে স্বপ্নদল প্রযোজনা বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর-নির্দেশনায় যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য 'ত্রিংশ শতাব্দী'।

ঢাকায় শাকিব

ম বিনোদন রিপোর্ট

সব অনিশ্চয়তাকে দূর করে ভক্ত ও কাছের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়ে শেষমেশ ঢাকায় ফিরলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। টানা নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর বুধবার দুপুরের দিকে ঢাকায় ফিরলেন তিনি। তবে মাত্র তিন মাসের জন্য দেশে ফিরেছেন শাকিব। নভেম্বরে তিনি ফিরে যাবেন আমেরিকায়। এ সময়ে তিনি কাজ করবেন 'রাজকুমার' ও 'মায়া' নামের নতুন দুটি ছবিতে। এগুলোর প্রযোজক শাকিব নিজেই। যুক্তরাষ্ট্র থেকে বিমানে উঠার আগে সোমবার (১৬ আগস্ট) সকালে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন এই অভিনেতা ও প্রযোজক। সেই সঙ্গে লিখেছেন নিজের জীবনের কিছু উপলব্ধির কথা। শাকিব লিখেছেন, 'জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে অথবা নিজেই যখন নিজেকে দিয়েছি ভেঙে গড়ার চ্যালেঞ্জ ওপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সব সময় আমি জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টি মাসও আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আমি আপনাদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তবে এই নয়টা মাস ছিল অনেকটা অদৃশ্য শিকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল।'

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থেকে নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছেন শাকিব। তার মতে, এই পরিবর্তনটা দরকার ছিল। এই অভিনেতা লিখেছেন, 'কেন জানি মনে হয় নিজের জীবনদর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনাজানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআলস্নাহ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে