নতুন বছরেও সুখে-শান্তিতে থাকতে চাইনুসরাত ইমরোজ তিশা- টিভি ও চলচ্চিত্রের অপরিহার্য ও নির্ভরযোগ্য এক অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও গান দিয়ে শুরু হয়েছিল তার শোবিজ যাত্রা। বর্তমানে টিভি নাটকের চেয়ে ভিন্ন ধারার গল্পের সিনেমাতেই বেশি দেখা যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে। তার অভিনীত সিনেমা বিদেশেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই তারকার ঐতিহাসিক প্রেক্ষাপটের দু'টি সিনেমা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর বিপস্নব