বইমেলায় 'কাফনের কথা'...
যেহেতু আমি নাটক লিখি তাই অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা উপন্যাস লেখার। ব্যস্ততার ফাঁকে অবশেষে লিখে ফেললাম। উপন্যাসের অনেক কনসেপ্ট আমার কাছে আছে। চিন্তা করে একটি কনসেপ্ট বেছে নিলাম। একেবারে ব্যতিক্রম ধাঁচের উপন্যাস এটি। তবে পাঠকরা পড়লে বুঝতে পারবে এতে কী আছে। সমাজের অসঙ্গতি নিয়ে এই উপন্যাস। প্রথম বইটিতে চেষ্টা করেছি সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরতে। আশা করি, বইটি সবার পছন্দ হবে। বইটি প্রকাশ করছে কিংবদন্তি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।
ক্যামেরার পেছনে সময়...
আসলে আগে থেকেই পরিচালনার ইচ্ছে ছিল। এক সময় শুধুই অভিনয় করলেও এখন অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পিছনে ব্যস্ত হয়ে পড়েছি। পরিচালনা করতে ভালো লাগছে। পরিচালনা অনেক কঠিন হলেও এর মধ্যে তৃপ্তির বিষয়টি আছে। পরিচালিত নাটক থেকে সাড়াও পাচ্ছি, তাই অভিনয়ের পাশাপাশি পরিচালনা চালিয়ে যেতে চাই। প্রথম পরিচালনা করেছিলাম ২০১০ সালে 'রজব আলী ও তার কাফনের কথা' নাটকের।
নতুন বছরে...
শরৎ টেলিফিল্ম নামে অনেক আগে থেকেই আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে। এখান থেকে অনেক আলোচিত নাটক নির্মাণ হয়েছে। এখনো হচ্ছে। এই প্রতিষ্ঠানের নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে নিয়মিত নাটক প্রচার হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে নিজের ইউটিউবের জন্য দুটি একক নাটকের কাজ করেছি নতুনদের নিয়ে। এখন তো নতুনদেরই সময়। নতুনদের জন্য সুযোগ করে দিতে হবে। আর নতুনদের অনেকেই ভালো করছে।
বিশেষ দিবসের নাটকে...
বিশেষ দিবস বলতে প্রতি ঈদেই বিভিন্ন চ্যানেলে আমার পরিচালনার কয়েকটি নাটক প্রচারিত হয়। এটা কয়েক বছর ধরেই হয়ে আসছে। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আসছে ঈদেও বিভিন্ন টিভি চ্যানেলের জন্য ৪-৫টি নাটক পরিচালনার পরিকল্পনা আছে। দীপ্ত, বাংলাভিশন, গাজী ও এনটিভির জন্য নাটকগুলো করব। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে জন্যও কয়েকটি নাটক নিয়ে কাজ করব।
'গাড়ীওয়ালা'...
চলতি মাসের শেষদিকে অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ঈদের নাটকের শুটিং করব। নাটকের নাম 'গাড়ীওয়ালা'। নিজের গল্পে এই নাটকের শুটিং হবে মানিকগঞ্জে। সবকিছু ঠিক থাকলে 'গাড়ীওয়ালা' নাটকটি ঈদে প্রচারিত হবে এনটিভির পর্দায়। এর গল্পটি দর্শকের ভালো লাগবে।
গল্পনির্ভর নাটক প্রসঙ্গে...
সব সময়ই গল্পনির্ভর নাটকের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ থাকে। এক সময় কমেডি নাটকের প্রতি দর্শকের আগ্রহ থাকলেও এখন হ্রাস পাচ্ছে। গল্পনির্ভর নাটকের প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। এসব নাটক ভিউ হচ্ছে অনেক।
নাটকের পরিবেশ...
আমার মনে হয় টেলিভিশন নাটকের অবস্থা এখন ভালোর দিকে যাচ্ছে। অনেক ভালো ভালো নাটক নির্মাণ হচ্ছে। ইউটিউবের কারণে নির্মাতারা এখন নিজের মতো করে নাটক তৈরি করছেন। দর্শকের পছন্দের ভিন্নতানুযায়ী সিরিয়াস ও কমেডি নাটক তৈরি হচ্ছে এবং তা প্রচার হচ্ছে। টেলিভিশন চ্যানেল নির্ভর নাটক নির্মাণ করেত গিয়ে পরিচালকদের অনেক সীমাবদ্ধের মধ্যে থাকতে হয়। চাইলেও অনেক কিছু করতে পারেন না। কিন্তু এখন সে সময়টা মনে হয় নেই। ইউটিউবের জন্য প্রচুর নাটক তৈরি হচ্ছে।
চলচ্চিত্র...
চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেছি অনেক আগে। এজন্য নিজেকে গুছিয়েও নিয়েছি। গল্প ও চিত্রনাট্যও প্রস্তুত করে রেখেছি কিন্তু এখন তা প্রকাশ করতে চাইছি না। প্রযোজক না হলে তো চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়, তাই ভালো একজন প্রযোজক খুঁজছি।