দীপ্ত টিভিতে আজ রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'মাশরাফি জুনিয়র'। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, সাফানা নমনি, হামিমসহ অনেকে।
বিটিভিতে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'নরসুন্দর'। মাতিয়া বানু শুকুর রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সাজু খাদেম, সুজাত শিমুল, জয়রাজ, সানজিদা প্রীতি, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ প্রমুখ।
মাছরাঙা টিভিতে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক 'বিবাহ বিভ্রাট'। সাজ্জাদ স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, সুমন পাটওয়ারী, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, পাপিয়া জাহান, লিওনা লুভাইনা, খালেকুজ্জামান, সাবেরী জামান, নিহাল, প্রীতি চৌধুরী প্রমুখ।
বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ডিসটেন্স'। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি যোহর, ওয়াহিদা মলিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী, চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা প্রমুখ।
নাগরিক টিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'বউ বিরোধ'। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এতে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, রওনক হাসান, নাদিয়া, শফিক খান দিলু, হায়দার, শামীম আহমেদ, হাসান মাসুদ, ডন, নিলা, আসিক, মাহা প্রমুখ।