শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন সোনালি

বিনোদন ডেস্ক
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন বলিউডের সিনিয়র অভিনেত্রী-পরিচালক সোনালি কুলকার্নি। ক'দিন ধরে ভারতীয় নারীদের নিয়ে নিজের বক্তব্যের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন সোনালি। তিনি বলেছেন, ভারতের নারীরা অলস এবং ভালো উপার্জনকারী সঙ্গীর সন্ধান করে। তবে অভিনেত্রীর এই বক্তব্য বিরূপ প্রতিক্রিয়া ফেলে নেটিজেনদের মাঝে। তোপের মুখে নিজের বক্তব্যের বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। নিজের ক্ষমা প্রার্থনায় একটি বিবৃতি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় 'দিল চাহাতা হ্যায়' অভিনেত্রী লিখেছেন, 'আমার সামর্থ্য অনুযায়ী আমি শুধু নারীদের সঙ্গেই নয়, সমগ্র মানব জাতির সঙ্গে নিজের চিন্তা, সমর্থন এবং উষ্ণতা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। নারীরা শক্তিশালী হবে যদি তারা নিজেদের দুর্বলতা এবং জ্ঞানের সঙ্গে ন্যায্য এবং সক্ষম প্রাণী হিসেবে উজ্জ্বল হওয়ার চেষ্টা করে। আমরা যদি নিজেদের সামর্থ্যের প্রতি ভরসা রাখি এবং সহানুভূতিশীল হই, তবে আমরা একটি স্বাস্থ্যকর, সুখী জায়গা তৈরি করতে সক্ষম হব।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যদি কারও অজান্তে আমি ব্যথার কারণ হয়ে থাকি, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা চাইতে চাই। আমি শিরোনাম হতে চাইনি। আমি কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে চাই না। আমি একজন আশাবাদী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জীবন সত্যিই সুন্দর। আপনার ধৈর্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এই ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি।'

সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে সোনালি কুলকার্নি জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছেন, ভারতীয় অনেক নারী মোটা বেতনের স্বামী চান। সেখানে তিনি বলেছেন, 'দেশে এমন অনেক নারী আছেন, যারা ভালো কাজ, মোটা বেতন, নিজের বাড়ি আছে, অর্থনৈতিকভাবে সাহায্য করবে- এমন স্বামী খোঁজেন। কিন্তু সেই নারীদের সাহস থাকে না এই প্রশ্ন করার যে এমন পুরুষকে যখন সে বিয়ে করবে, তখন সে নিজে কী করবে?' অভিনেত্রীর এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে