বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রমজানে পাল্টে যাচ্ছে শোবিজ

মাসুদুর রহমান
  ২৪ মার্চ ২০২৩, ০০:০০

আজ থেকে শুরু মাহে রমজান। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতোই সিয়াম সাধনার এই মাসটি এলেই পাল্টে যায় এ দেশের মানুষের জীবনধারা। খাদ্যাভ্যাস, আচার-আচরণ, সংস্কৃতিচর্চা, ধর্মীয় অনুশাসন পালন এবং চিন্তাচেতনায় ঘটে ব্যাপক পরিবর্তন। এরই ধারাবাহিকতায় রমজানে পরিবর্তন হয় দেশের সংস্কৃতি ও শোবিজ অঙ্গনের চালচিত্র। রেডিও-টেলিভিশন, সিনেমাপাড়া, কনসার্ট ও শিল্পকলা একাডেমির চিত্র পাল্টে ভিন্ন আবহ তৈরি হয়। টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানমালায় পরিবর্তন আনা হয়। এমনকি যে চ্যানেলে এতদিন আজান প্রচার করা হতো না সে চ্যানেলে প্রচার হয় ইসলামি অনুষ্ঠান। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। দেশে প্রায় ৩০টি টিভি চ্যানেল রয়েছে। প্রায় সব চ্যানেলে রমজান উপলক্ষে ইসলামি ধারার কোনো না কোনো অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে হামদ ও নাত, কেরাত প্রতিযোগিতা, রমজানের ফজিলত, আলেম-পীর-মাশায়েক-ইসলামি চিন্তাবিদদের চিন্তাশীল বয়ান, পবিত্র কোরআন খতম, কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা, খুদে হাফেজদের প্রতিযোগিতা, ইসলামি চিন্তাচেতনা নিয়ে নানা রিয়েলিটি শো, ইসলামি ঐতিহ্য-সংবলিত দর্শনীয় স্থান, দেশ-বিদেশের ঐতিহাসিক মসজিদ, ইসলামি আকিদা, চিন্তাচেতনা তুলে ধরে নানান অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। দেশের ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামাদের টিভিতে উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসলামি চিন্তাবিদদের মতে রমজানে টিভিগুলোর অনুষ্ঠান সূচির এই পরিবর্তন ইসলামের প্রতি অনুরক্ত হওয়ার বহিঃপ্রকাশ। পবিত্র মাহে রমজানের মাসজুড়ে বৈশাখী টিভি প্রচার করবে রমজানের তাৎপর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় আজ পহেলা রমজান থেকে বৈশাখী টেলিভিশনে চলবে রিয়েলিটি শো 'সেরাদের সেরা'। অনুষ্ঠানটি ন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রযোজনায় বৈশাখী টেলিভিশনে পুরো রমজান মাসজুড়ে বিকেল ৫টা ১৫ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রচার করা হবে। বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল-কোরআন তিলাওয়াত, হামদ/নাত/ইসলামী গান ও ইসলামী জ্ঞান-এর ওপর ইতোপূর্বে যারা ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইপূর্বক মনোনীতদের নিয়েই এই মেগা রিয়েলিটি শো 'সেরাদের সেরা'। অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বরা, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ২৭ রমজান গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি বিএফডিসির দুই নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচএম বরকতুলস্নাহ। রমজানের স্বাস্থ্যবিষয়ক লাইভ অনুষ্ঠান 'রমজানের স্বাস্থ্য ভাবনা' প্রচারিত হবে প্রতিদিন বিকাল ৪টা ২৫ মিনিটে। রমজানের সচেতনতামূলক অনুষ্ঠান 'নারী ও জীবন' প্রচারিত হবে প্রতিদিন ভোর ৬টা ৩০ মিনিটে। ইসলামে নারী অধিকার, নারীর মর্যাদা, ইমান, আমল, রমজানের গুরুত্ব ও তাৎপর্য এবং জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে এ অনুষ্ঠানে। রমজানের অনুষ্ঠান 'আল কোরআনের বাণী' প্রতিদিন ভোর ৪টা ৪০ মিনিটে, ৫টা ২৫ মি. ও সকাল ৭টায় প্রচারিত হবে। মাছরাঙা টিভিতে প্রতিদিন বিকাল ৪টা ১০ মিনিটে প্রচারিত হবে 'রাঁধুনী দেশ-বিদেশের ইফতার'। বিকাল ৪টা ৫৫ মিনিটে 'মহানবীর শিক্ষা', বিকাল ৫টা ২৫ মিনিটে 'মাহে রমজান', সন্ধ্যা ৬টা ১২ মিনিটে 'পবিত্র মোনাজাত', সন্ধ্যা সাড়ে ৬টায় 'ইসলামের দুনিয়া'। বরাবরের মতো এবার চ্যানেল আই প্রচার করবে বিভিন্ন ইসলামি অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে 'খতমে কোরআন', দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠান 'মাহে রমজান ও সেহরি', রমজানুল মুবারক ও কাফেলা, 'হামদ ও নাত'। রমজানে সারা দেশের সিনেমা হল বন্ধ থাকার নিয়ম হলেও সচল থাকে কোনো রকমে। কাগজে-কলমে, এ মাসে কোনো সিনেমা মুক্তি দেননা প্রযোজকরা। ঘুরেফিরে আগের সিনেমাগুলো শোভা পায় দেশের সিনেমা হলগুলোতে। প্রতিটি সিনেমা হলে প্রদর্শিত হয় পুরনো ছবি। এ সময়ে অশ্লীল ছবি চলে অভিযোগ বহু দিনের। চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, 'রমজান মাস সিয়াম সাধনার মাস। এমাসে সবাই একটু সংযত হয়ে চলার চেষ্টা করেন। এবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন। রমজানের পবিত্রতা রক্ষার্থে এ মাসে নতুন কোনো সিনেমা মুক্তি দেওয়া হয় না। এটা দীর্ঘ দিনের রেওয়াজ। কোনো রকমে হল সচল রাখতে হল মালিকরা পুরনো সিনেমা চালান। তবে দর্শক থাকে অতি নগণ্য।' তবে রমজানে প্রেক্ষাগৃহের বাইরে জমজমাট থাকে সিনেপাড়া। শুটিং-এডিটিংয়ের পাশাপাশি ঈদকে ঘিরে সরব হয়ে ওঠে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি। ঈদে ছবি মুক্তি দিতে তোড়জোড় চালান প্রযোজক-পরিচালকরা। মুক্তির তালিকায় লিপিবদ্ধ হয় একাধিক সিনেমার নাম। জোরেশোরে চলে প্রচারণা। সিনেমা হলমালিকরাও দৌড়ঝাঁপ দেন কাকরাইল পাড়ায়। সারা বছর বন্ধ থাকা সিনেমা হলগুলোও ঈদের সিনেমা মুক্তি দিতে প্রস্তুতি নেয় রমজান মাসে। ধুয়ে-মুছে নতুন সাজে সাজানো হয় এইসব সিনেমা হল।

রমজানে বন্ধ থাকে স্টেজ শো। গানের শিল্পী ও কলাকুশলীরা এ মাসে কোনো কনসার্টের ডাক পান না। আয়োজকরাও এ মাস বাদ রেখে অনুষ্ঠানের চিন্তা করেন। অনেকে ঈদ উপলক্ষে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করেন রোজার পরে। শিল্পীরাও ঈদের পরে কনসার্টের সিডিউল সাজান। তারা এ মাসে ব্যস্ত থাকেন ঈদের কাজ নিয়ে। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন গান ও টিভি অনুষ্ঠান নিয়ে সময় পার করেন রমজানের মাসজুড়ে। এ ছাড়া কেউ কেউ রমজান নিয়ে গান বাঁধেন নতুন সুরে।

সারা বছর সরব থাকলেও রমজানে প্রায় মৃত থাকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বছরের অন্য সময়ে প্রতিদিন বিকেল থেকে শিল্পকলা একাডেমি দর্শক ও শিল্পীদের পদচারণায় ভরে উঠলেও রমজানের চিত্র ভিন্ন। এ মাসে একাডেমির অফিস ও মিলনায়তন খোলা থাকলেও প্রদর্শনী হয় না। অনেকটা সুনসান নিরবতায় স্তব্ধ থাকে শিল্পকলা একাডেমি। নাটকের দলগুলোও আবদ্ধ থাকে আপন ঘরে। অনেকটা ঢিমেতালে চলে দলের কাজ। অনেক নাট্যকর্মী চলে যান নিজ গ্রামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে