সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ফের সিনেমার টাইটেল গানে মমতাজ

বিনোদন রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম বর্তমানে রাজনৈতিক কর্মকান্ড নিয়েই বেশি ব্যস্ত। বর্তমানে নিয়মিত তার নির্বাচনী এলাকাতেই সময় কাটাতে হচ্ছে তাকে। স্টেজ শো এবং বিশেষ কাজের বাইরে মমতাজ বেগম এখন নির্বাচনী প্রচারণাতেই মনোযোগ বেশি দিচ্ছেন। তবে সিনেমায় খুব ভালো গানের প্রস্তাব পেলে মনের টানেই সেই গানটি গাওয়ার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত শুটিং সম্পন্ন হওয়া 'যাপিত জীবন' সিনেমার টাইটেল সংয়ে কণ্ঠ দিলেন তিনি। মমতাজ জানান, এর কথা ও সুর ভীষণ পছন্দ হয়েছে বলেই গানটি অনেক মনোযোগ দিয়ে গেয়েছেন তিনি। 'নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই' শিরোনামের এই গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন পিন্টু ঘোষ। রোববার রাজধানীর দিলু রোডে পিন্টু ঘোষের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রেকর্ডিং-এর সময় পরিচালক ছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালকের মেয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও পরিচালক অনিমেষ আইচ।

গানটি প্রসঙ্গে মমতাজ বেগম বলেন, 'সিনেমাতে গান গাইতে বা পেস্ন-ব্যাক করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। তবে হাবিব ভাইয়ের যাপিত জীবন সিনেমার এই গানটি গাইতে যেন আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে। কারণ গানটির কথা ও সুর এতো চমৎকার যে মনটা ভরে গেছে আমার। পিন্টু এতো অসাধারণ সুর করেছে এবং মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছে যা সত্যিই বলার ভাষা নেই আমার। ভীষণ আবেগ দিয়ে দরদ দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে তা আমি বলতে পারব না, শ্রোতারা ভালো বলতে পারবেন। তবে আমি আমার প্রতিটি গান গাওয়া শেষে এখন অনুধাবন করতে পারি যে, গানটা শ্রোতাদের কেমন লাগতে পারে। এই গান নিয়ে আমার অনেক প্রত্যাশা।'

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'মমতাজ আপা গানটি গাওয়াতে গানটি এক অন্যরকম মাত্রা পেয়েছে। তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।' সিনেমার নায়িকা আশনা হাবিব ভাবনা বলেন, 'একটি সিনেমায় এমন একজন মহান শিল্পীর গান থাকা মানেই সেই সিনেমার সার্বিক সৌন্দর্য্য বেড়ে যাওয়া। কী যে দারুণ গেয়েছেন তিনি, তা সত্যিই ব্যাখ্যা করে বুঝানোর মতো নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে