নতুন প্রযোজনার খবর...
আমাদের 'প্রাঙ্গণে মোর' নাট্যদলের নতুন প্রযোজনাও অচিরেই আসবে। পুরাতন নাটকের নিয়মিত মঞ্চায়ন নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বিশেষ করে 'ঈর্ষা' নাটকের নতুন করে মঞ্চায়ন এবং এর মহড়া নিয়ে ব্যস্ত আছি। এর ফাঁকে ফাঁকে নতুন নাটকেরও পরিকল্পনা চলছে। অচিরেই হয়তো ঘোষণা দিতে পারব।
নতুন করে 'ঈর্ষা'...
আমি মনে করি সৈয়দ শামসুল হকের মতো দেশের খ্যাতিমান নাট্যকারের সৃষ্টি নাটকগুলো নিয়মিত মঞ্চায়ন হওয়া উচিত। বিশেষ করে 'ঈর্ষা'র মতো শক্তিশালী জীবনমুখী ও বক্তব্যধর্মী মঞ্চনাটকের সংলাপ থেকে দর্শককে বঞ্চিত করাটা উচিত নয়। মাঝে করোনাকালে প্রায় তিন বছর আমাদের এই নাট্য প্রযোজনার প্রদর্শনী বন্ধ ছিল। অথচ এই নাটকের জন্য আমরা অনেকের কাছেই অনুরোধ বা আবদার শুনি নিয়মিত মঞ্চায়নের জন্য। আর মঞ্চকর্মী হিসেবে দর্শকদের অনুরোধ, প্রত্যাশার পাশাপাশি একজন কীর্তিমান নাট্যকারকে বাঁচিয়ে রাখার দায় থেকেও আমরা উৎরে যেতে পারি না। সেই দায় থেকেই আমরা 'ঈর্ষা' নাটকটি নিয়মিত করছি।
ঢাকার বাইরে উদ্বোধনী প্রদর্শনী...
সৈয়দ শামসুল হক রচিত অনন্ত হীরা নির্দেশিত 'ঈর্ষা' নাটক চট্টগ্রামে আইসিটি মিলনায়তনে গত ৬ অক্টোবর উদ্বোধনী এবং পরদিন ৭ অক্টোবর দ্বিতীয় প্রদর্শনী হয়। উদ্বোধনী প্রদর্শনীতেই আমরা নাটকটির বেশ ভালো সাড়া পেয়েছি। দর্শকরা নাটকটি দেখে বেশ পুলকিত হয়েছেন। আমরাও দর্শকদের সাড়ায় উৎফুলস্ন। 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব'-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বুধবার ৭টায় একটি শোর পর শুক্রবার সিলেটে প্রদর্শিত হয়। এছাড়া আগামী ৩০ নভেম্বর দিলিস্নতে নাটকটির আরও একটি প্রদর্শনী রয়েছে। সব মিলিয়ে নাটকটির নতুন করে মঞ্চায়ন আমরা উপভোগ করছি।
একাধারে অভিনয়শিল্পী, নাট্যকার, নির্দেশক...
দেখুন আমি মূলত অভিনয়শিল্পী। তারপর নাট্যকার, নির্দেশক এবং আরও অনেক কিছু। আপনি জানেন শিল্পের প্রয়োজনে একজন থিয়েটারকর্মী বা মঞ্চশিল্পীকে সবকিছুই জানতে হয়, করতে হয়। তবে আমি নিজে অভিনয়টাই খুব উপভোগ করি। অভিনয় আমার কাছে প্রার্থনার মতো, সাধনার, ভালো লাগার, ভালোবাসার জায়গাও। সব মিলিয়ে অভিনয়টাকেই আমি আমার সর্বোচ্চ জায়গায় স্থান দেই। তারপর আমি নাট্যকার নির্দেশক, বা পোশাক ডিজাইনার। তবে আমি মূলত নিজেকে অভিনয়শিল্পীই মনে করি। সেটাই আমার ধ্যান-জ্ঞান।
দীর্ঘ শিল্প জীবনে প্রাপ্তি...
প্রাপ্তি যে নেই তা তো নয়, প্রাপ্তি অবশ্যই আছে। বিশেষ প্রাপ্তি দর্শকদের ভালোবাসা। বিশেষ করে আমি বলব থিয়েটার আমাকে আনন্দ দেয়। থিয়েটার করতে ভালো লাগে, থিয়েটার রিলেটেড যে কেনো কাজ আমার করতে ভালো লাগে সুতরাং থিয়েটারই আমার প্রাপ্তি, দর্শকদের ভালোবাসা এবং তাদের কাছে থেকে যে কোনো রেসপন্স আমার জীবনের অন্যতম পাওয়া। দর্শকরা আমার কোনো পারফর্মেন্স দেখে যখন হাততালি দেন, ভালো লাগার কথা জানান, টেক্সট করেন, অভিনয়ের পর কথা বলেন তখন অন্য রকম এক ভালো লাগা কাজ করে। তাদের জন্যই আমার সকল শিল্প সাধনা। তাইতো বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে, গেটআপে, অভিনয় করি।