রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হিন্দি সিনেমা নির্মাণে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

টলিউডের নন্দিত অভিনেতা প্রযোজক ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি। নায়ক থেকে পরিণত অভিনেতা, পর্দায় বরাবরই জাদুকরি কারিশমা দেখিয়ে দর্শক ও ভক্তদের কাছে সফল একজন শিল্পী তিনি। আশির দশকের শুরুর ভাগ থেকে এখনো দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আর তাই টলিউড ইন্ডাস্ট্রির অন্য নাম প্রসেনজিৎ। অনেকেই তাকে সম্মান, শ্রদ্ধা ও ভালবেসে 'বুম্বাদা' বলে সম্বোধন করেন। সম্প্রতি টলিউড ছাড়িয়ে বলিউডেও তিনি কাজ করছেন। এতেও তিনি পাচ্ছেন ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। তবে একজন নির্মাতা হিসেবেও অভিজ্ঞতা আছে প্রসেনজিতের। নব্বই দশকের গোড়ার দিকে 'পুরুষোত্তম' নামে একটি সিনেমাও পরিচালনা করেছিলেন। এতে তার সঙ্গে অভিনয় করেন দেবশ্রী রায়। সিনেমাটি প্রশংসা পেলেও পরে আর নির্মাণে সময় দেননি বুম্বাদা। দীর্ঘ সময় পর ফের নির্মাণে হাত দিচ্ছেন প্রসেনজিৎ। এবারের প্রজেক্ট খোদ বলিউড থেকে। অর্থাৎ এবার হিন্দি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। যেখানে নায়িকা চরিত্রে থাকতে পারেন 'কুইন'খ্যাত কঙ্গনা রানৌত। ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সম্প্রতি প্রসেনজিতের জন্মদিনে তিনি ঘোষণা দিয়েছিলেন, নতুন সিনেমা পরিচালনায় হাত দিতে চান। এবার সেটাই বাস্তব হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই প্রসেনজিৎ তার বলিউডের নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে উনবিংশ শতকে বাংলার মঞ্চে সবচেয়ে আলোচিত অভিনেত্রী নটী বিনোদিনীর জীবনের ঘটনাপ্রবাহ নিয়েই সিনেমাটি নির্মাণ করা হবে। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, নটী বিনোদিনীর পরিকল্পনা ও চিত্রনাট্য তৈরি করেছিলেন পরিচালক প্রদীপ সরকার। যিনি চলতি বছরের মার্চে মারা যান। মূলত এর পরই সিনেমাটি হাতে নেন প্রসেনজিৎ। যেহেতু হিন্দিতে নির্মিত হবে, তাই সিনেমার আয়োজনও থাকছে বৃহৎ পরিসরে। প্রথমে কিছু অংশের শুটিং মুম্বাইতে, বাকি অধিকাংশ দৃশ্যের চিত্রায়ন হবে কলকাতা ও এর আশপাশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে